খেলা

২০০ মিটারে শিরিনের মুকুট পুনরুদ্ধার

স্পোর্টস রিপোর্টার

২০২০-০১-১৯

জাতীয় অ্যাথলেটিক্সের ২০০ মিটারে মুকুট ধরে রাখতে পারেননি জহির রায়হান। সেরা হয়েছেন সাইফুল ইসমাইল খান। মেয়েদের বিভাগে মুকুট ফিরে পেয়েছেন শিরিন আক্তার। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে গতকাল প্রতিযোগিতার শেষ দিনে ছেলেদের ২০০ মিটারে ২১ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর সাইফুল। গতবার সেরা হওয়া জহির ২১ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে হন দ্বিতীয়। গতবার সোহাগীর কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হওয়া শিরিন এবার ২৪ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন ২৫ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। ৮০০ মিটারে ছেলেদের বিভাগে নৌবাহিনীর রাকিবুল ইসলাম ১ মিনিট ৫৮ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে এবং মেয়েদের বিভাগে সেনাবাহিনীর সুমি আক্তার ২ মিনিট ২৬ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দলগত সেরা হয়েছে নৌবাহিনী; ২১ টি সোনা, ১৮টি রুপা ও ৮টি ব্রোঞ্জসহ মোট ৪৭টি পদক জিতেছে তারা। ১৪টি সোনা, ১৪টি রুপা ও ১৪টি ব্রোঞ্জসহ মোট ৪২টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে সেনাবাহিনী।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status