× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মোহনগঞ্জে স্কুলছাত্রী রুনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বাংলারজমিন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, রবিবার

নেত্রকোনার মোহনগঞ্জে স্কুলছাত্রী রুনা হত্যার বিচার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় আধ ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুইশতাধিক লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে স্কুলছাত্রী রুনা হত্যার বিচারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আকিকুন্নেছা চৌধুরী বিউটি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ জাহান, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, নারী নেত্রী জাকিয়া সুলতানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইলী আরজুমান, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাবিন আহমেদ নদী, জয়া আক্তার সৃষ্টি প্রমুখ। উল্লেখ্য, গত ৪ঠা ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সুখদেবপুর-বানিয়াহারী মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও সুখদেবপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুনা আক্তার অসুস্থ অবস্থায় নিজ বসতঘরে ঘুমাচ্ছিল। এরই সুযোগে সৎমা হেপি আক্তার শ্বাস রোধে রুনাকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় পুলিশ সৎমা হেপি আক্তার ও বাবা রফিকুলকে আটক করে পরদিন সকালে তাদের নেত্রকোনা আদালতে প্রেরণ করে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রয়েছে।
ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর