× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিটি নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) জানুয়ারি ১৯, ২০২০, রবিবার, ৫:১৩ পূর্বাহ্ন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রের চূাড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দুই সিটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৪৬৮টি।

দুই সিটির মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি সাত এর উপ-বিধি দুই অনুসারে ঢাকা দুই সিটির চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৩১৮, ভোটকক্ষ সাত হাজার ৮৪৬টি। এতে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা না থাকলেও ৭৫৪টি অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা উল্লেখ রয়েছে ।

এই সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি, ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০, ভোট কক্ষ ৬ হাজার ৫৮৮টি। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা উল্লেখ নেই, তবে অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬। এই সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। তার মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর