× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বরুড়ার শরীফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাংলারজমিন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, সোমবার

বরুড়ার আড্ডায় স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মো. শরীফ উদ্দিন খানের নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটায় আড্ডা বাজারে আড্ডা গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়, মানববন্ধন শেষে সবার অংশগ্রহণে আড্ডার সকল গুরুত্বপূর্ণ সড়ক র‌্যালির মাধ্যামে প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশগ্রহণ করেন সাবেক সেনা কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা মেজর আবদুল হাই, অধ্যাপক এনামূল হক, বিশিষ্ট ব্যবসায়ী সূর্য কুমার নন্দী, আরিফ হোসেন, বিশিষ্ট রাজনৈতিক নেতা নাছির আহম্মেদ সহ বিপুল সংখ্যক জনসাধারণ। মানববন্ধনকারীরা বলেন, শিক্ষা সাংস্কৃতি ও শান্তির এলাকা আড্ডায় যারা এই অত্যন্ত নোংরা ও ন্যক্কারজনক কাজ করেছে আড্ডার ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আড্ডাকে কলংক মুক্ত করতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর