× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের শীতবস্ত্র বিতরণ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২০ জানুয়ারি ২০২০, সোমবার

চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা ও ফিরিঙ্গীবাজার অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে পাথরঘাটা এবং বিকালে ফিরিঙ্গীবাজার অসচ্ছ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। সংশ্লিষ্ট ওয়ার্ড দু’টিতে ১ হাজার করে মোট ২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে পাথরঘাটা ওয়ার্ডস্থ নিমন্ত্রণ ক্লাবে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর মো. ইসমাইল বালী। বক্তব্য রাখেন, কাউন্সিলর হাসান মুরাদ বিল্পব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, সাবেক কমিশনার জালালউদ্দিন ইকবাল, রাজনিতীক নেতা পুলক খাস্তগীর ও আবছার উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে রফিকুল হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে ওয়ার্ডের অস্বচ্ছ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মো. ইসমাইল বালী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, রাজনীতিক স্বপন কুমার মজুমদার, নটনপাল, হাজ্বী নাছির আহমদ ও মঞ্জুর আলম।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর