× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

৬ ওপেনারকে নিয়ে যে পরিকল্পনা ডমিঙ্গোর

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ জানুয়ারি ২০২০, সোমবার

সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে ওপেনিংয়ে ব্যাট করা ৬ খেলোয়াড়কে রাখা হয়েছে পাকিস্তান সফরের বাংলাদেশ দলে। লম্বা বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবালও। তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, সেরা খেলোয়াড়রা যে কোনো কন্ডিশনে, যে কোনো পজিশনে খেলতে পারেন। পাকিস্তান সিরিজ সামনে রেখে আগের দিনই ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্তর মতো নিয়মিত পাঁচ জন ওপেনার রয়েছেন দলে। আফিফ হোসেন ধ্রুবও এবারের বিপিএলে ওপেনিংয়ে ব্যাটিং করে নজর কেড়েছেন। তাই শেষ পর্যন্ত জাতীয় দলে কারা খেলবেন এ নিয়ে আলোচনার শেষ নেই।
আর গতকাল বাংলাদেশ দলের প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘সেরা খেলোয়াড়রা যে কোনো কন্ডিশনে, যে কোনো পজিশনে খেলতে পারে। আপনি যদি মরগানকে (এউইন) তিন থেকে ছয়ের মধ্যে নামান দেখবেন সব জায়গায় সে সফল। আপনি যদি কেন উইলিয়ামসনকে তিন থেকে পাঁচের মধ্যে কোথাও নামান দেখবেন সে এর জন্য একটা পথ খুঁজে নিয়েছে।’
এতো ওপেনারের ভিড়ে মিডল অর্ডারে শক্তিটা কিছুটা হলেও দুর্বল হচ্ছে। তার ওপর মুশফিকুর রহীম পাকিস্তানে যাচ্ছেন না। মোহাম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া মিডল অর্ডার সামলানোর ব্যাটসম্যান নেই। তাই ওপেনারদের দিয়েই এ কাজটি সামলাতে হবে। এমনকি সেটা হতে পারে সাত নম্বর পজিশনেও। ডমিঙ্গো বলেন, ‘খেলায় নতুন কিছু খুঁজে পেতে এটা তরুণদের জন্য ভালো সুযোগ। আমিও নিজেও খুব রোমাঞ্চিত। লিটনের মতো খেলোয়াড় একটা ম্যাচের জন্য চার নম্বরে কিংবা দুইয়ে খেলতে পারে, সেটা ভালো। মিঠুন তিন নম্বরে ব্যাট করতে পারে, এটাও ঠিক আছে। আফিফ ছয় নম্বর থেকে ওপেনিংয়ে আসতে পারে। তাদের এসব শিখতে হবে।’
ডমিঙ্গো বলেন, আমাদের কিছু খেলোয়াড় রয়েছে যেমন সৌম্য ভারতে তিন নম্বরে ব্যাট করেছে, হয়তো সে পাকিস্তানে ছয় নম্বরে ব্যাট করতে পারে। রিয়াদ হয়তো পাঁচ নম্বরে খেলতে পারে। আফিফ ভারতে সাত নম্বরে খেলেছে। সে হয়তো তিন কিংবা চার নম্বরে খেলতে পারে। শান্তও ভালো করেছে। আমাদের সব বিকল্প ভালো ভাবে দেখতে হবে। মাত্র দুই জনই ওপেনিংয়ে খেলতে পারবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর