× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অ্যান্টি রেপ ডিভাইস সরবরাহে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) জানুয়ারি ১৯, ২০২০, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধে স্বয়ংক্রিয় প্রতিরক্ষামূলক যন্ত্র অ্যান্টি রেপ ডিভাইসের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইসিটি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বুয়েটের একজন বিশেষজ্ঞ অধ্যাপক, পুলিশের আইজি ও সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের মহাপরিচালককে রাখতে বলা হয়েছে। ডিভাইসটি পুলিশের ৯৯৯ নাম্বারের সাথে কিভাবে যুক্ত করা যায়, সে ব্যাপারে মতামত দিতে বলা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে কমিটিকে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে। রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, ইশরাত হাসান।


গত ১২ জানুয়ারি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন। আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, অ্যান্টি রেপ ডিভাইস এমন একটি ডিভাইস যা ছোট ঘড়ির মত বা অন্য কোনো আকারের। এটা অনলাইন ও টেলিফোন নেটওয়ার্কে চিপস বা সিমের মাধ্যমে যুক্ত থাকে। কোনো নারী আক্রান্ত হলে বা যৌন সহিংসতার শিকার হলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দেয়। ফলে লোকজন এগিয়ে আসতে পারেন। আবার এটা ঘটনান্থলের ভিডিও, অডিও, ছবি বা তথ্য সংগ্রহে রাখে। ফলে আলামত পাওয়া সহজ হয়।

তিনি আরো বলেন, আমরা এটার সঙ্গে পুলিশের হেল্পলাইন নাম্বার ৯৯৯ সংযুক্ত করার কথা বলেছি। আদালতও সম্মতি দিয়েছেন। ওই কমিটি এখন ৬০ দিনের মধ্যে সুপারিশ করবে, এটা কিভাবে করা সম্ভব। এই ডিভাইস আলীবাবাসহ অনলাইন মার্কেটপ্লেসে কিনতে পাওয় যায়। বিশ্বের উন্নত দেশে এই ডিভাইস নারীরা ব্যবহারও করেন। দামও বেশি না। আমরা চাচ্ছি এটা বাংলাদেশে সহজলভ্য করা হোক। বাংলাদেশে এটা ব্যবহারে বাধা নেই। তবে সেটা সরকারের মাধ্যমে আসুক। এতে সচেতনতাও বাড়বে। নারীদের সাথে একটা সিকিউরিটি ডিভাইস থাকবে। ৯৯৯ এ যুক্ত হলে স্বয়ংক্রিভাবে ডিভাইস সহায়তা চাইবে। আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, এই ডিভাইসটি আমাদের দেশে সহজলভ্য নয়।

তবে মালয়েশিয়াসহ এশিয়ার অনেক দেশে ব্যবহার করা হয়। আমরা চাইছি বিশেষজ্ঞদের মতামত নিয়ে ডিভাইসটি আমাদের দেশের উপযোগী করে বাজারজাত করা হোক। আর পুলিশের ৯৯৯-এর সহায়তা আমরা যুক্ত করতে চাইছি। এটার যাতে অপব্যহার না হয় সেইভাবে করতে হবে। এই ডিভাইসটি নানা আকারের ও নানা কৌশলের হয়। এমনকি শরীরের সেনসেটেভ স্থানেও স্থাপন করা হয়। তিনি বলেন, এটা নারীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়াবে। আর যেহেতু এটা ঘটনার সময়সহ অনেক কিছু রেকর্ড করতে পারে তাই আলামতও সংরক্ষণ করবে। মামলায় ঘটনা প্রমাণে সহায়ক হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর