× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টেন্ডার ভাগ-বাটোয়ারা নিয়ে কাউন্সিলরের স্ট্যাটাস

বাংলারজমিন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

ঝালকাঠির নলছিটি পৌরসভার সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তির ৪ কোটি টাকার টেন্ডারের ভাগ-বাটোয়ারা নিয়ে এক সংরক্ষিত মহিলা কাউন্সিলরের দেয়া ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। কাউন্সিলর শিউলি বেগম গত ১৮ই জানুয়ারি বিকালে তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একটি স্ট্যাটাসে নলছিটি পৌরসভার চলমান টেন্ডার প্রক্রিয়া ও গুটিকয়েক কাউন্সিলর এবং মেয়রের একক কর্তৃত্ব নিয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। সেখানে তাকে প্যানেল মেয়র কর্তৃক মহিলা বলে অশ্লীল ভাষায় ভর্ৎসনা করারও অভিযোগ করা হয়। স্থানীয়দের মাঝে স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয় এবং আলোচনায় টপ অব দ্যা টাউনে রূপ নেয়। নলছিটি পৌরসভার কাউন্সিলর শিউলি বেগমের দেয়া ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো, ‘‘আস্‌সালামু আলাইকুম, আমার জনগণ, আমাদের পৌরসভার মেয়র সাহেব ৪ কোটি টাকার টেন্ডার দিয়েছে, কিন্তু পুরুষ কাউন্সিলর নিয়া বসে আমাদের তিন মহিলা কাউন্সিলরকে কিছুই বলে না। আমাদের কাছ থেকে সাদা কাগজে সই নেয়, এর আগে ২ কোটি টাকার টেন্ডার দিয়েছে, ১১ গ্রুপ করছে আমাদের তিন মহিলাকে কিছুই দেয় নাই। এখন আবার ৪ কোটি টাকা দিয়েছে আমাদের কি দিলো তা বলে না। প্যানেল মেয়র কে জিগাইলাম সে বলে মহিলাগো কোন...(অশ্লীল আপত্তিকর ভাষা ...) কামে লাগে।
এই কথাটা সে কেমন করে বলে। আপনারাই বলেন। কি অপরাধ আমাদের”। উল্লিখিত স্ট্যাটাসটি কাউন্সিলর শিউলি বেগম পোস্ট করার পরই কমেন্ট বক্সে টেন্ডার প্রক্রিয়া নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ওই প্যানেল মেয়রের এহেন মন্তব্য ও টেন্ডার ভাগ- বাটোয়ারা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ ব্যাপারে নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো তার বিরুদ্ধে কাউন্সিলর শিউলি বেগমের করা অভিযোগ অস্বীকার করে জানান টেন্ডার ভাগ-বাটোয়ারার অভিযোগ সঠিক নয়। এসব মিথ্যা অপপ্রচার। ওই মহিলা কাউন্সিলর ব্যক্তিগত আক্রোশ মেটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিব্রতকর পোস্ট করে স্থানীয়দের বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর