× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লক্কড় ঝক্কর ব্রিজ

বাংলারজমিন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

 মাদারীপুরের রাজৈর উপজেলার বদর পাশা ও ইশিবপুরে দুই ইউনিয়নের সীমান্ত রেখায় স্থাপিত পুরাতন লক্কড় ঝক্কর জয়েচ (লোহার অবকাঠামো) মার্কার ব্রিজের কারণে গ্রামীণ পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। তারপরেও ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছে এলাকাবাসী। এর পরেও ঝুঁকিপূর্ণ এ ব্রিজটির মেরামত বা পুনর্নির্মাণ করা হয়নি।
স্থানীয়রা জানায়, দুই ইউনিয়নের সীমান্তের সন্নিকটে খালের দুুই পাশে কৃষ্ণপুর ও লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক ছাত্রছাত্রীসহ প্রায় দুই সহস্রাধিক গ্রামবাসী ঝুঁকিপূর্ণ ও বাঁশ দিয়ে জোড়াতালি দেয়া এ ব্রিজটি দিয়ে যাতায়াত করে থাকে। নড়বড়ে এ ব্রিজটি দিয়ে মোটরসাইকেল বা ভ্যান গাড়ি যাতায়াতও দুরূহ হয়ে দাঁড়িয়েছে। ফলে গ্রামীণ জনপদে ঘুরাপথে মালামাল পরিবহন করায় পণ্যের মূল্যও বৃদ্ধি পেয়ে থাকে। এ কারণে গ্রামীণ মানুষের পণ্য ক্রয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ জানান, ব্রিজটি পুনর্নির্মাণে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর