× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

‘মাদক নির্মূলে ভূমিকা রাখতেই পুলিশে যোগ দিয়েছি’

বাংলারজমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) বলেছেন, মাদক নির্মূলে কাজ করতে এবং এর রাহুগ্রাস থেকে জাতিকে মুক্ত রাখার ব্রত নিয়েই পুলিশে যোগ দিয়েছি। শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখনই বিষয়টি মনে হয়েছিল, মাদক বিরোধী কাজে নিজেকে জড়ানোর। যে কারণে শিক্ষা ক্যাডারের ছাত্র হওয়া সত্ত্বেও সেটি বাদ দিয়ে পুলিশ সার্ভিসে যোগ দিয়েছি। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাদক নিমূলে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এ কাজে পুলিশের কেউ জড়িত বা সহায়তা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যে মাদক ব্যবসা করবে আমরা তার বিরুদ্ধেও ততটাই নির্মম হবো। আপনারা সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন, কাজ করার দায়িত্ব আমার বলেন, এসপি।
এছাড়াও ইভটিজিং ও নারীর প্রতি সহিংসতারোধে কাজ করার প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবুসহ বিভিন্ন অলনাইন, প্রিন্ট ও টিভিতে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর