× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ইংল্যান্ডের কাছে হারে বিরল রেকর্ড প্রোটিয়াদের

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

দক্ষিণ আফ্রিকাকে দশ বছর পর ঘরের মাঠে ইনিংস হারের লজ্জায় ডোবালো ইংল্যান্ড। সফরকারীদের কাছে তৃতীয় টেস্টে ইনিংস ও ৫৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। হেরে বিরল এক রেকর্ডে নিজেদের নাম তুলেছে তারা। অবশ্য জিতেও একই রেকর্ড গড়তে পারতো প্রোটিয়ারা। সর্বশেষ ২৭ টেস্টের প্রতিটিতে জয় অথবা হারের অভিজ্ঞতা হয়েছে দক্ষিণ আফ্রিকার। এর মধ্যে কোনো ম্যাচে ড্র করেনি তারা। এটি একটি বিশ্বরেকর্ডও। এই ২৭ ম্যাচে প্রোটিয়াদের জয় ও হারের সংখ্যা প্রায় সমান (১৩ জয় ও ১৪ হার)।
চার ম্যাচের সিরিজে এখন ২-১ এ এগিয়ে ইংল্যান্ড। এর আগে টানা ২৬ টেস্টে হার অথবা জয় পেয়েছিল জিম্বাবুয়ে।
পোর্ট এলিজাবেথে ফলোঅনে পড়া প্রোটিয়ারা ঘুরে দাঁড়াতে ব্যর্থ দ্বিতীয় ইনিংসেও। ইংলিশ অধিনায়কের স্পিন ঘূর্ণিতে ৮৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার দশম উইকেট জুটিতে ৯৯ রান যোগ হয়। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দশম উইকেটে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন কেশব মহারাজ ও ড্যান পিটারসেন। জো রুট ৪টি ও মার্ক উড নেন ৩টি উইকেট। জোহানেসবার্গে আগামী শুক্রবার শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এ জয়ে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ইংল্যান্ড। দশবছর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ইনিংস হারটিও ইংল্যান্ডের বিপক্ষে। ইতিহাসের প্রথম দল হিসেবে দেশের বাইরে ৫০০তম টেস্ট খেলার গৌরব অর্জন করলো ইংলিশরা।

ইংলিশ প্রিমিয়ার লীগ
শেফিল্ড-ম্যান সিটি রাত ১:৩০
চেলসি-আর্সেনাল রাত ২:১৫
(স্টার সিলেক্ট-১ ও ২)
স্প্যানিশ লা লিগা
সেভিয়া-লেভান্তে রাত ২টা
(ফেসবুক লাইভ)
কোপা ইতালিয়া
নাপোলি-লাজিও রাত ১:৪৫
(বিইটি৩৬৫)
অস্ট্রেলিয়ান ওপেন টেনিস
দ্বিতীয় দিন শুরু সকাল ৬টা
(সনি টেন)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর