× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘অস্ট্রেলিয়াকে মেরে ভর্তা বানালো রোহিত’

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

রোহিত-কোহলির ব্যাটিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। আর ভারতীয়দের নৈপুণ্যে মজেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারও। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় ভারত। বেঙ্গালুরুতে আগে ব্যাটিং শেষে স্টিভেন স্মিথের শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ পৌঁছে ২৮৬/৯-এ। জবাবে ১৫ বল ও সাত উইকেট বাকি রেখে জয় পায় কোহলির দল। রোহিত শর্মা সেঞ্চুরি ও কোহলি করেন ৮৯ রান। টানা দুই জয়ে ২-১-এ সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। ভারতের সিরিজ জয়ের মূল কারিগর ওপেনার রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলি।
ফলে আরেক দফা সবাই মেতেছেন কোহলি আর রোহিতের প্রশংসায়। যোগ দিয়েছেন সাবেক পাকিস্তানি পেস তারকা শোয়েব আখতারও। ভারতের দুই সেরা ব্যাটসম্যান কাল দ্বিতীয় উইকেটে গড়েন ১৩৭ রানের জুটি। ১১০ বলে ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি তুলে নেয়া রোহিত ১২৮ বলে আট চার ও ছয় ছক্কায় ১১৯ রান করেন। আর কোহলির ৯১ বলে ৮৯ রানের ইনিংসে ছিল আটটি চারের মার। আর ম্যাচ শেষে শোয়েব আখতার বলেন ‘রোহিত যখন ছন্দে থাকে, বল ভালো আসল নাকি খারাপ, সে কোনো তোয়াক্কা করে না। চিন্নাস্বামীর মতো পিচে ও সব সময়েই দুর্দান্ত। নিজেদের ওষুধের স্বাদ নিজেরাই পেল অস্ট্রেলিয়া। ওদের নিজেদের যখন ভালো দল ছিল, তখন ওরাও এভাবে খেলতো। এখন দিন বদলে গেছে। অস্ট্রেলিয়ার বোলারদের মেরে মেরে একদম ভর্তা বানিয়ে দিয়েছে রোহিত!’ অধিনায়ক কোহলিরও সুনাম করেছেন শোয়েব, ‘বিরাট কোহলি একজন অসাধারণ নেতা। মানসিকভাবে ও অনেক শক্ত। ও খুব ভালোভাবেই জানে কীভাবে ফিরে আসতে হয়। ওর দলের খেলোয়াড়েরাও জানে সেটা। একবার হারলে মুষড়ে পড়ে না। ঘুরে দাঁড়ায়। দলে লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ারের মতো খেলোয়াড় আছে। বেঙ্গালুরুর মাঠে প্রতিপক্ষকে ৩০০ রানের কমে আউট করে দেয়ার পর তারা জানে কীভাবে সেই রান তাড়া করে জিততে হয়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর