× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বিপিএল-এ সেঞ্চুরি হাঁকিয়ে আত্মবিশ্বাস বেড়েছে শান্তর

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

২০১৭  থেকে ২০১৯- এই ৩ বছরে জাতীয় দলের তিন ফরম্যাটেই অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। কিন্তু দু’টি করে টেস্ট, টি-টোয়েন্ট ও ৩ ওয়ানডেতে সুযোগ পেয়েও নিজের যোগ্যতা ও প্রতিভার প্রমাণ রাখতে ব্যর্থ। এমনকি ঘরোয়া ক্রিকেট, এইচপি, ‘এ’ দলেও তিনি নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। বঙ্গবন্ধু বিপিএলেও শুরুটা করেন একেবারেই সাদামাটা। খুব একটা আলোচনায়ও ছিলেন না। খুলনা টাইগার্সের হয়ে প্রথম তিন ম্যাচে করেন মাত্র ১ রান। এরপরের পাঁচ ম্যাচে নেই কোনো ফিফটি। তবে হঠাৎ করেই ব্যর্থতার বলয় ভেঙে জ্বলে ওঠেন।
ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলেন ১১৫ রানের অপরাজিত ইনিংস। এই বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সেঞ্চুরির মালিকও তিনি। সেই সুবাদে পাকিস্তানের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলেও জায়গাটা মিলেছে। আর এই সেঞ্চুরিই তাকে করে তুলেছে আত্মবিশ্বাসী। পাকিস্তান সফরের জন্য মিরপুর শেরেবাংলা মাঠে শুরু হয়েছে ক্যাম্প। ব্যক্তিগত কারণে প্রথম দিন থাকতে না পরলেও গতকাল ছিলেন মাঠে। অনুশীলনের ফাঁকে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘বিপিএলের শেষ কয়েকটি ম্যাচ বেশ ভালো গেছে। তাই আত্মবিশ্বাস খুব ভালো আছে। যদি এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারি, তাহলে আমার জন্য পাকিস্তানেও ভালো করা সম্ভব।’ শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় মানসিকভাবে বদলটা এসেছে। এই বিশ্বাসটা এখন আমার জন্মেছে যে এই ফরম্যাটে রান করা সম্ভব। যেহেতু প্রথমে কয়েকটা ম্যাচে রান করিনি, আত্মবিশ্বাসের অভাব ছিল। তাই মানসিকভাবে ওভাবে প্রস্তুত হয়েছি যে, আমি এই সংস্করণেও রান করতে পারি। ওই বিশ্বাসটা নিজের মধ্যে আনার চেষ্টা করেছি। ওটা আসার কারণে আমার মনে হয়, শেষের কয়েকটি ম্যাচে ভালো রান করেছি।’ এবার বিপিএলে ব্যাট হাতে ওপেন করেছেন শান্ত। তার পরিচিত পজিশনে নিজেকে ফিরেও পেয়েছেন। কিন্তু জাতীয় দলে প্রমাণ করা ওপেনার তামিম, লিটন, সৌম্য, নাঈম শেখদের পিছনে ফেলে তার ওপেন করার সুযোগ হবেতো! এ নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিং পজিশন নিয়ে কোনো সমস্যা নেই। দলে এসেছি যেহেতু, সব জায়গাতে খেলার জন্য প্রস্তুত আছি। যেখানে খেলবো, চেষ্টা করবো পারফর্ম করার। নরমালি তো টপ অর্ডারে ব্যাটিং করি, সেখানে ব্যাটিং করলে অবশ্যই ভালো লাগবে। পেশাদার খেলোয়াড় হিসেবে, যেখানেই ব্যাটিংয়ের সুযোগ আসবে, ওখানেই রান করতে হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর