× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকিস্তান সফরে গিবসন নাকি চাম্পাকা!

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

সবকিছু ঠিক থাকলে কাল পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট  দল। টি-টোয়েন্টি সিরিজের জোর প্রস্তুতি চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। গতকাল দ্বিতীয় দিনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন জ্বর থেকে ফেরা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তিনি এখন ফিট। এছাড়াও দুই তরুণ ক্রিকেটার মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্তও উপস্থিত ছিলেন অনুশীলনে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলের সবাইকে এক সঙ্গে পান গতকাল। এ সময় ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ছাড়াও বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে কাজ করেছেন চাম্পাকা রামানায়েকে। তবে তিনি কি বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন! নাকি নয়া কোচের সম্ভাবনায় থাকা ওটিস গিবসনই যাচ্ছেন দলের সঙ্গে? গুঞ্জন রয়েছে কোচ হিসেবে গিবসনের দায়িত্ব পাওয়া অনেকটাই নিশ্চিত।
এই বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘হ্যাঁ, তার (গিবসন) সঙ্গে কথা চলছে। অনেকটাই নিশ্চিত হয়ে আছে। সবকিছু ঠিক থাকলে তিনি দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন। নয়তো চাম্পাকাই বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।’
ক্রিকেটারদের যাওয়া না যাওয়া নিয়ে সব শঙ্কা কেটে গেছে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর যাওয়া নিশ্চিত। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে যাবেন সোহেল ইসলাম। তবে ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন যাচ্ছেন না। তিনি তিনি না গেলেও তার পরিবর্তে বিকল্প কাউকে পাঠানো হচ্ছে না। পাকিস্তান সফরে তার যাওয়ার বড় বাঁধা কারণ তিনি ভারতীয়। তবে তিনি নিজ দেশে বসেই পাকিস্তানে প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ দলকে পরামর্শ দিবেন। এই বিষয়ে আকরাম খান বলেন, ‘কিছু জটিলতার কারণে শ্রীনি পাকিস্তানে যাচ্ছেন না। কীভাবে কাজ করবে, সেটি সে বুঝিয়ে দিয়েছে কোচকে। নিয়মিত অনলাইনে তার সঙ্গে যোগাযোগ রাখবে লাহোরে যাওয়া কোচিং স্টাফরা।’ এ ছাড়াও পাকিস্তান সফরে অপারেশন্স ম্যানেজার হিসেবে দলের সঙ্গে কাজ করবেন সাব্বির খান। মিডিয়া ম্যানেজার হিসেবে রাবিদ ইমামের যাওয়া নিশ্চিত হয়েছে। দলের সঙ্গে যাচ্ছেন নয়া ফিজিও ক্যালাফাতেও।
পাকিস্তান সফরের জন্য দল ঘোষণার আগে থেকেই জ্বরে ভুগছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ভয়ের কারণ না থাকায় তাকে অধিনায়ক করেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।  রোববার পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরু হলেও সেখানে ছিলেন না অধিনায়ক। তবে গতকাল তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে।  বেশ খানিকটা সময় তিনি ব্যাট হাতে অনুশীলন করেন। এছাড়াও প্রধান কোচ ডমিঙ্গো শুরুতেই  বড় একটা সময় পার করেন ফিল্ডিং অনুশীলন করিয়ে। সেই সময় তাকে সঙ্গ দেন নিল ম্যাকেঞ্জি। এরপর পাঁচ পেস বোলার আলাদা হয়ে নেটে কাটান। আর ব্যাটসম্যানরাও ভাগে ভাগে  অনুশীলন সারেন। মাহমুদুল্লাহর বর্তমান অবস্থা সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘ও এখন বেশ ভালো আছে। জ্বর নেই, এমনকি যে র‌্যাশ উঠেছিল শরীরে তাও কেটে গেছে। তবে শরীর কিছুটা দুর্বল । যত সময় যাবে ঠিক হয়ে যাবে। আর দলের বাকিদের অবস্থাও ভালো। কাউকে নিয়ে ভয়ের কারণ নেই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর