× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আসামিকে জাপার যুগ্মমহাসচিব করায় বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
২২ জানুয়ারি ২০২০, বুধবার

 গাজীপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় গাজীপুরের আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। গত দু’দিন ধরে টঙ্গীতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ কুশপুত্তলিকা দাহসহ নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। তারই ধারাবাহিকতায় গতকাল টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নূরুল ইসলাম দিপু ও জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহসহ মহাসড়ক অবরোধ করা হয়। পরে তারা এক সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিলটি টঙ্গী সরকারি কলেজ থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয়। পরে ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুরের সভাপতিত্বে একটি সভা হয়।
সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী সেলিম, স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, বিল্লাল হোসেন মোল্লা, কেএম নাসির উদ্দিন, মশিউর রহমান সরকার বাবু, রাজীব হায়দার সাদিম, জুয়েল হোসাইন জয় প্রমুখ। বক্তারা বলেন, নূরুল ইসলাম দিপু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়া সত্ত্বেও জাতীয় পার্টি তাকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় গাজীপুরবাসী ক্ষুব্ধ। অনতিবিলম্বে উক্ত পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে দ্রুত নূরুল ইসলাম দিপুসহ ঘৃণিত খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টারকে গত ২০০৪ সালের ৭ই মে দিনদুপুরে তার নিজ বাড়ির সামনে একটি কর্মিসভায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় ২২ জনের ফাঁসি হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে অন্যতম নুরুল ইসলাম দিপু।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর