× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শতবর্ষী আয়েশার পাশে প্রশাসন

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, বুধবার

পাকুন্দিয়া উপজেলার সেই শতবর্ষী আয়েশার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ঘর মেরামতের জন্য ১০ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন উপজেলার বানিপাট্টা গ্রামের ওই শতবর্ষী বৃদ্ধার বাড়িতে গিয়ে তার হাতে এই অনুদানের চেক তুলে দেন। এ সময় সুখিয়া ইউপি চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু ও আয়েশার মেয়ে জাহানারা খাতুন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, শতবর্ষী আয়েশার থাকার ঘরটি খুবই জরাজীর্ণ। তার ঘরটি যাতে মেরামত করা যায় সেজন্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ঘর মেরামত ও নির্মাণের লক্ষ্যে এই অনুদানের চেক দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ৯ই সেপ্টেম্বর দৈনিক মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে ‘শতবর্ষী আয়েশার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই শতবর্ষীকে ভাতার কার্ড প্রদান করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর পাশে দাঁড়ায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর