× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আজ রাতে টাইগারদের পাকিস্তান নিয়ে যাবে ‘বাংলাদেশ বিমান’

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ জানুয়ারি ২০২০, বুধবার

আজ রাত ৮টায় বাংলাদেশ দল রওনা দেবে পাকিস্তানে। তাদের বহন করবে ভাড়া করা বিশেষ বিমান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট টাইগারদের সরাসরি ঢাকা থেকে লাহোর নিয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা নেই। সেটি থাকলে ৩ ঘন্টার মধ্যে পাকিস্তান পৌঁছানো যেতে। আর অন্য দেশ ব্যবহার করলে এই সময়ে তিনগুণ লেগে যায়। ক্রিকেটারদের জন্য প্রবল ঝক্কি-ঝামেলা। এসব এড়াতেই বিসিবি শেষ পর্যন্ত ভাড়া করা বিমানের (চার্টার্ড ফ্লাইট) ব্যবস্থা করেছে।
টি-টোয়েন্টি দলের ১৫ সদস্য ছাড়াও এই বিমানে যাচ্ছেন মোট ২৮ সদস্য।  যেখানে থাকবেন দলের সঙ্গে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। গতকাল তিনি বলেন, ‘কাল রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে দল পাকিস্তান যাচ্ছে। ক্রিকেটার, কোচিং স্টাফসহ ২৭ থেকে ২৮ জনকে বিমানটি বহন করে লাহোর সরাসরি নিয়ে যাবে।’
শুরুতেই জানা গিয়েছিল পাকিস্তান সফরে যেতে বাংলাদেশ দলের কোন বিদেশি কোচিং স্টাফ রাজি নয়। শেষ পর্যন্ত প্রধান কোচ রাসেল ডমিঙ্গো যাচ্ছেন। তার সঙ্গে আছেন আরো দুই বিদেশি। বোলিং কোচ হিসেবে যাচ্ছেন শ্রীলঙ্কান চাম্পাকা রামানায়েকে, থাকছেন ফিজিও জুলিয়েন ক্যালাফাতো। বাকি সব কোচিং স্টাফ বাংলাদেশি। কারণ এই সফরে যাচ্ছেন না নিয়মিত বিদেশি ব্যাটিং, ফিল্ডিং কোচ। এছাড়াও ট্রেনার মারিও ভিল্লাভারায়ণের পরিবর্তে সফরে যাচ্ছেন তুষার কান্তিধর। দলের সঙ্গে আরো যাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। কাল রাতেই বাংলাদেশ দল পৌঁছে যাবে পাকিস্তানে। ২৪শে জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর