× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিরল রোগে আক্রান্ত একই পরিবারের ৫ জন, চিকিৎসায় নিঃস্ব রাজ্জাক শেখ

অনলাইন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
(৪ বছর আগে) জানুয়ারি ২২, ২০২০, বুধবার, ১১:২২ পূর্বাহ্ন

মাদারীপুরের রাজৈর উপজেলার রাজ্জাক শেখের পরিবারের ৫ জন এক বিরল রোগে আক্রান্ত। এরইমধ্যে চিকিৎসায় জমিজমা সর্বস্ব খুইয়েছেন তিনি। এ অবস্থায় যথাযথ চিকিৎসার অভাবে মারা গেছে এক বোন ও ২ মেয়ে।

বিরল রোগে আক্রান্ত হয়ে বেঁচে থাকা ১৪ বছর বয়সী একমাত্র ছেলে আব্বাস ও বড় মেয়ে সারমিনকে নিয়ে কষ্টে দিন কাটছে অসহায় রাজ্জাক শেখের।

জানা যায়, জন্মের পর থেকেই পরিবারের ৩ মেয়ে, এক ছেলে এবং বোন বিরল রোগে আক্রান্ত হয়। জন্মের পর মেয়ে মরিয়ম আড়াই বছর বয়সে, ১৮ বছর বয়সে আদুরি আক্তার এবং ৪৫ বছর বয়সে বোন এসমেতারার মৃত্যু হয়।

আব্বাসের রোগের বিষয় গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা চিকিৎসায় সাহায্য করলেও কোন সুরাহা হয়নি। একমাত্র ছেলে আব্বাস ও বড় মেয়ে সারমিনের চিকিৎসায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব রাজৈর উপজেলার আলমদস্তা গ্রামের রং মিস্ত্রী রাজ্জাক শেখ।

আব্বাস জানায়, জন্মের পর আমার ডানপায়ে একটা আঁচিল হয়েছিলো। বয়সের সঙ্গে সঙ্গে ডান পা অস্বাভাবিক আকার ধারণ করে এবং শরীর জুড়ে আঁচিলে ভরে যায়।
 

আমি ছোট বেলায় স্কুলে যেতাম। কিন্তু ৩য় শ্রেণির পর আমার অবস্থা দেখে বন্ধুদের অবহেলার কারণে আর স্কুলে যাইনি। আমি সবার মত স্বাভাবিকভাবে বাঁচতে চাই বলেও আকুতি জানায় আব্বাস।

আব্বাসের বাবা রাজ্জাক শেখ জানান, ছেলে-মেয়ের পেছনে জমি বিক্রি করে অনেক টাকা খরচ করেছি। কিন্তু কোন কাজ হয়নি। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। বোন আর ২ মেয়েতো মারা-ই গেছে। টাকার অভাবে বেঁচে থাকা ছেলে আর বড় মেয়ের চিকিৎসা করাতে না পেরে কষ্টে দিন কাটাতে হচ্ছে। যদি সরকার আমাদের আর্থিক সহযোগিতা করে তাহলে ছেলে-মেয়ের চিকিৎসা করাতে পারবো।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত ম-ল জানান, গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্বাসের রোগের বিষয় জানতে পেরে হাসপাতালের প্রিন্সিপাল ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের মহাসচিব এমএ আজিজ স্যারকে জানাই। পরে তিনি বিনাখরচে আব্বাসের চিকিৎসার দায়িত্ব নেন। ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারি আব্বাসকে হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. একেএম রুহুল, ড. এমএ বাকি এবং মেডিসিন বিশেষজ্ঞ সাব্রিনা ইয়াসমিনের অধীনে চিকিৎসা দেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন এন্ড প্লাস্টিক ইউনিট এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডাক্তাররা এই রোগকে ওয়াইল্ড সিমটম রোগ হিসেবে স্বীকৃতি দেন। এই রোগে আক্রান্ত হয়ে বিশ্বের ৩য় রোগী আব্বাস শেখ। অবশেষে আব্বাসের পা সার্জারি করাতে চাইলে মুক্তা মনির অবস্থা দেখে বাবা রাজ্জাক শেখ অপারেশন করাতে রাজি হননি। দেড় মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে রাজ্জাক শেখ ছেলেকে বাড়িতে নিয়ে যান।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা প্রদীপ কুমার ম-ল বলেন, আমি আব্বাস শেখের জটিল রোগে আক্রান্তের বিষয়টি জেনেছি। এটাকে আসলে এলিফেন্টিয়াসিস রোগ বলা হয়। তার পা দেখতে অনেকটা হাতির পায়ের মতো। এটি জটিল রোগ হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বড় হাসপাতালে বিশেষ ধরনের অপারেশন ও ওষুধের মাধ্যমে এর চিকিৎসা করা সম্ভব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর