× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাগঞ্জে ব্রিজ ভেঙে আহত ২

অনলাইন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
(৪ বছর আগে) জানুয়ারি ২২, ২০২০, বুধবার, ৩:২৪ পূর্বাহ্ন

পটুয়াখালী মির্জাগঞ্জে ধানবাহী এলাকায় ট্রলারের ধাক্কায় বেরেরধন খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে দুই উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ডোমরাবাদ এলকায় এ ঘটনা ঘটে।

এ সময় ব্রীজ চাপা পড়ে ট্রলার চালক মো. মনির ও মিস্ত্রী মো. হাফিজ গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে প্রেরণ করে।

ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় মির্জাগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী বেতাগী উপজেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে দুই উপজেলার হাজারও গ্রামবাসীসহ কোমলমতি শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিলো। এর পশ্চিম পাড়ে বেশ কিছু অংশ দেবে গিয়েছিলো।
ওইদিন রাতে একটি ধানবাহী ট্রলারের ধাক্কায় দেবে যাওয়া অংশ খালে ভেঙ্গে পড়ে। এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলার প্রকৌশলী মো. শেখ আজিমউর রশিদ বলেন, এটি একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিলো। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবিহত করা হয়েছে। নতুন ব্রীজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙা ব্রিজ সর্ম্পকে সংশ্লিষ্ট দপ্তরকে অবিহিত করা হয়েছে, যেন দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মাণ করা হয়। স্থানীয়দের যোগাযোগের সুবিধার্থে বিকল্প ব্যবস্থার চেষ্ট চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর