× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জাতীয় স্কুল হকির লোগো ও জার্সি উন্মোচন

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার

দেশের নয়টি ভেন্যুতে ৮০টি স্কুলের অংশগ্রহণে শনিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা। এ উপলক্ষে গতকাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করা হয়। ফ্যালকন হলে ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লোগো উম্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজন করছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেট ফুটবলের পরেই হকির অবস্থান।  সরকার হকির উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মুজিববর্ষই হবে হকির নবজাগরণের বছর।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক টুর্নামেন্টের আয়োজন করা হবে।’ মার্চের শুরুর দিকে প্রত্যেক ভেন্যু থেকে দুটি করে (চ্যাম্পিয়ন ও রানার্স আপ) ১৮টি স্কুল নিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। গ্রুপ পর্বে নকআউট ভিত্তিতে এবং চূড়ান্ত পর্বে লীগভিত্তিতে খেলা হবে। চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, ও গোপালগঞ্জ ভেন্যুতে অংশ নিবে ৮টি করে স্কুল। দিনাজপুর, রংপুরে ও ময়মনসিংহে অংশ নিবে ৯টি করে দল। খুলনা ভেন্যুতে ১০ টি এবং রাজশাহী ভেনুতে অংশ নিবে ১১টি স্কুল। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘২৫শে জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ৯টি ভেন্যুতে খেলাগুলো হবে। এবার কোচিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার কোচদের।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর