× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ট্রাম্পকে বড় খেলোয়াড় বললেন ফিফা প্রেসিডেন্ট

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বিশ্বসেরা ফুটবল তারকাদের সঙ্গে তুলনা করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমপ্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় মিলিত হন দুজন। সেখানে বৈশ্বিক অনেক সংস্থার প্রধানদের জন্য ডিনারের আয়োজন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাকে অফিসিয়াল ফিফা একটি ম্যাচ বল উপহার দেন ইনফান্তিনো। আর ডিনারে স্বাগত বক্তব্যে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘এর মাধ্যমে আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমাদের জীবনের অগ্রাধিকারটা কোথায়। ফুটবল আমাদের আনন্দ দেয়, বিশ্বের কোটি কোটি মানুষকে আশা দেয়। আমাদেরও এটাই করে যাওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বড় খেলোয়াড়দের মতো একই ধাতুতে গড়া, তাদের মতো তিনিও প্রবল প্রতিদ্বন্দ্বিতা প্রিয়।’
নারী ফুটবলে চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।
তবে ছেলেদের ফুটবলে সর্বোচ্চ অর্জন ১৯৩০ সালের প্রথম আসরে তৃতীয় হওয়া। তবে ইনফান্তিনোর বিশ্বাস এ জায়গাতেও পরাশক্তি হয়ে উঠবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ফুটবল পরাশক্তি হয়ে ওঠার দ্বারপ্রান্তে।’
কানাডা ও মেক্সিকোর সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজক যুক্তরাষ্ট্র। সবশেষ ১৯৯৪ সালে স্বাগতিক হিসেবে টুর্নামেন্টে অংশ নেয় তারা। এই টুর্নামেন্টে ৬ মহাদেশের ৪৮টি দল অংশ নেবে। মোট ৮০টি ম্যাচ খেলা হবে তিন দেশের ১৬টি ভিন্ন শহরে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য ২০২৬ সালটি খুবই গুরুত্বপূর্ণ। ইনফান্তিনোকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, বিশ্বকাপটা খুবই উত্তেজনাকর হবে। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমার প্রিয় বন্ধু।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর