× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

চাঁদা না দেয়ায় বাস ভাঙচুর

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার

আশুলিয়ায় দাবিকৃত চাঁদা না দেয়ায় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস ভাঙচুর এবং সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা। এর আগে, গত বুধবার রাতে আশুলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই বাসের সুপারভাইজার রাজু হোসেন। অভিযুক্তরা হলেন- আশুলিয়ার গাজিরচট এলাকার আব্দুল গণির ছেলে স্বপন (৪৫), জামগড়ার সোহেল (২৫), গোমাইলের রজব আলীর ছেলে তারেক (৪২), বাইপাইলের আব্দুল কুদ্দুসের ছেলে মাজেদ (৪৩), ডেন্ডাবরের শাকিল (৩২)। এছাড়া অজ্ঞাত আরো ৬/৭ জন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী সুপারভাইজার রাজু হোসেন মৌমিতা ট্রান্সপোর্ট, সিয়াম ট্রান্সপোর্ট ও আশুলিয়া ক্লাসিকের লোকাল পরিবহনের সুপারভাইজার। গত রবিবার বিকেল ৪টার দিকে স্বপনসহ অভিযুক্তরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এবং চাঁদার টাকা না দিলে গাড়িগুলো রাস্তায় চলতে পারবে না বলে হুমকি দেয়।
এছাড়া তারা আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাসে ভাঙচুর শুরু করে। এ সময় রাজুসহ তার স্টাফরা ভাঙচুরে বাধা দিতে গেলে তাদেরকে এলোপাথাড়ি মারধর করে ১০ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় স্বপন ও তার সাঙ্গপাঙ্গরা। ভাঙচুরে বাসটির প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, বুধবার রাতেই চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর