× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রাইম মিনিস্টার ফেলোশিপ পেলেন বেরোবির শিক্ষক আনোয়ার হোসাইন

শিক্ষাঙ্গন

বেরোবি প্রতিনিধি
(৪ বছর আগে) জানুয়ারি ২৪, ২০২০, শুক্রবার, ৬:৩২ পূর্বাহ্ন

সম্মানজনক ‘প্রাইম মিনিস্টার ফেলোশিপ’র জন্য মনোনীত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে (ইউটিএস) মাস্টার্স ইন পাবলিক হেলথ বিষয়ে ফেলোশিপ-এর জন্য মনোনীত হন।

গত ২রা ডিসেম্বরে এ ফেলোশিপ ঘোষণা দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্ট ইনোভেটিভ ইউনিট (জিআইইউ)। বেরোবির মধ্যে তিনিই সর্বপ্রথম এই স্কলারশিপের জন্য মনোনীত হলেন।

শুধু ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) নয়, তিনি একাধারে সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন পাবলিক হেলথ-এ অধ্যায়নের জন্য ইয়েস চায়না স্কলারশিপে; যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনে জ্বরাবিজ্ঞান বিষয়ে অধ্যায়নের জন্য কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। এর আগে, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিষয়ে অধ্যয়নের অফার পেয়েছিলেন তিনি।

আনোয়ার হোসাইন বলেন, পাবলিক হেলথ-এ পিএইচডি ডিগ্রি অর্জনের পর জনস্বাস্থ্য বিষয়ে কাজ করতে চাই। এ সেক্টরে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখতে চাই।

প্রসঙ্গত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে (সেমিস্টার সিস্টেমে প্রথম ছয় ব্যাচের মধ্যে) সর্বোচ্চ জিপিএ নিয়ে বিএসএস অনার্স (৩.৭৬) এবং মাস্টার্স (৩.৯২) এ উত্তীর্ণ হন আনোয়ার হোসাইন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি মর্যাদাপূর্ণ ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। দেশ-বিদেশে সাতটির অধিক প্রকাশনা রয়েছে আনোয়ার হোসাইনের।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর