× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বার্সার ভ্যালেন্সিয়া পরীক্ষা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, শনিবার

দায়িত্ব নেয়ার পর স্প্যানিশ শীর্ষ লীগে প্রথমবার প্রতিপক্ষের মাঠে বার্সেলোনাকে নিয়ে যাচ্ছেন কোচ কিকে সেতিয়েন। আজ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিতে নেই বার্সেলোনা। শেষ ৬ ম্যাচের তিনটিতে পয়েন্ট খুইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও সেটা গোল ব্যবধানে। ২০ ম্যাচে বার্সার সমান ৪৩ পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে ভ্যালেন্সিয়া।
কিকে সেতিয়েন যুগের শুরুতেই কঠিন দুটি ম্যাচে উতরে গেছে বার্সেলোনা। লা লিগায় গ্রানাডার বিপক্ষে লিওনেল মেসির একমাত্র গোলে জয়। এরপর কোপা দেলরেতে তৃতীয় বিভাগের দল ইবিজার বিপক্ষে আঁতোয়া গ্রিজম্যানের শেষ মিনিটের গোলে শেষ ষোলোয় পা রাখে কাতালানরা।
লা লিগায় সর্বশেষ ম্যাচে রিয়াল মায়োর্কার কাছে ৪-১ গোলে হারলেও ঘরের মাঠে অপরাজেয় ভ্যালেন্সিয়া। গত এপ্রিল থেকে ঘরের মাঠে লা লিগায় কোন ম্যাচে হারেনি তারা। তবে বার্সেলোনার বিপক্ষে লা লিগায় ভ্যালেন্সিয়ার সাম্প্রতিক রেকর্ড তাদের পক্ষে কথা বলছেনা। ২০১৬’র এপ্রিলে সর্বশেষ বার্সেলোনাকে হারিয়েছিলো ভ্যালেন্সিয়া। তবে গতবছর কোপা দেলরের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা উৎসব করে তারা। চলতি মৌসুমে লা লিগায় শেষ দুই অ্যাওয়ে ম্যাচে এস্পানিওল ও রিয়াল সোসিয়েদাদের কাছে পয়েন্ট হাারিয়েছে কাতালান জায়ান্টরা। প্রতিপক্ষের মাঠে নড়বড়ে বার্সেলোনাকে হারাতে মরিয়া হয়ে লড়বে ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে গত ডিসেম্বরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলবার্ট সেলাদেসের দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর