বিনোদন
পরিচালক-শিল্পীদের পারিবারিক মিলনমেলা
স্টাফ রিপোর্টার
২০২০-০১-২৬
গাজীপুরের কবিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে শুক্রবার দিনব্যাপী ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজন। সকাল থেকে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী সহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এলাকাটি। সবার উপস্থিতিতে ক্রিকেট ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সেখানে এক পারিবারিক মিলনমেলার সৃষ্টি হয়। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র নির্মাতা শাহ আলম কিরণ, সাইদুর রহমান সাইদ, সোহানুর রহমান সোহান, নূর মোহাম্মদ মনি, সাদেক সিদ্দিকী, মোহাম্মদ হোসেন জেমী, শাহীন সুমন, অপূর্ব রানা, মোস্তাফিজুর রহমান মানিক, চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, রশিদুল আমিন হলি, মেহেদী হাসান সিদ্দিকী মনির, নায়ক অমিত হাসান, অনন্ত জলিল, আলেকজান্ডার বো, জায়েদ খান, নিরব, সাইফ খান, সাগর, তানভীর তনু, আমান রেজা, জয়, সানজু জন, চিত্রনায়িকা অঞ্জনা, শাবনূর, আয়না, বর্ষা, আন্না, নাসরিনসহ চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিতে সেখানে দিনব্যাপী উৎসবের আমেজ বিরাজ করে।