বাংলারজমিন
ভালুকায় যুবকের লাশ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২০২০-০১-২৬
ভালুকা উপজেলার মেদিলা গ্রামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। হত্যার রহস্য পুলিশ এখনো বের করতে পারেনি। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। নিহতের পিতা নাজিম উদ্দিন জানান, তার ছেলে সোহাগ মিয়া লরির ড্রাইভার। সন্ধ্যা রাতে তার কাছ থেকে একশ’ টাকা নিয়ে বাড়ি হতে বের হয়। এরপর থেকে তার ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ভোরে পাশেই ফারুকের বাড়ির মহিলারা গভীর নলকূপের ড্রেনে সোহাগ মিয়াকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এলাকাবাসী মৃত অবস্থায় ড্রেন থেকে তুলে আনে। এ সময় ড্রেনের পাশে একটি রেইন্ড্রি গাছের নিচে সোহাগের জুতা ও গাছের একটি ডালে উড়না বাঁধা অবস্থায় দেখতে পায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, ঘটনাটি হত্যাকাণ্ড কি-না তদন্ত চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।