× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘নিম্নমানের উইকেট বানিয়েছে পাকিস্তান’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, রবিবার

লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪১। গাদ্দাফি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করা দলের সর্বনিম্ন। আর গতকাল একই মাঠে আগে ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ থামে মাত্র ১৩৬ রানে। প্রথমে ফ্ল্যাট উইকেট মনে হলেও পরে দেখা গেছে এখানে রান তোলাটা কঠিন। এ নিয়ে কড়া সমালোচনা করছেন সবাই। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে ইনজামাম-উল-হক ও রশিদ লতিফ প্রথমে এ ব্যাপারে মুখ খোলেন। আর লাহোরের উইকেটকে নিম্নমানের বলেছেন পাকিস্তানের সাবেক  গতিতারকা শোয়েব আখতার। গাদ্দাফি স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি দেখেও হতাশা শোয়েবের কণ্ঠে।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন ‘একটু হতাশ হয়েছি।
আমি আরও বেশি দর্শক আশা করেছিলাম। আরও বেশি দর্শক হওয়া উচিত ছিল। আগে দলকে শুভেচ্ছা জানিয়ে নিই। কারণ ওরা ভালো জয় পেয়েছে। কিন্তু এ জয়ের মজাটা মিলছে না। কারণ পাকিস্তান ভুল থেকে শিক্ষা নেয়নি। বিশেষ করে উইকেট বানানোর ক্ষেত্রে। আমরা যে উইকেট বানিয়েছি সেটা শতভাগ নিম্নমানের উইকেট। এখানে মানুষ ম্যাচ দেখতে চায়, বড় ইনিংস দেখতে চায়। ২০০ রান দেখতে চায়। এখানে ব্যাটসম্যানের কাছে বল যাচ্ছে না। বোলাররা গতি পাচ্ছে না। বলে গতি নেই, বাউন্স নেই। বল উঠছিল না।’ শোয়েবের দাবি পাকিস্তানের ক্রিকেট বোর্ড  আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে না, আর এ কারণেই উইকেটের এমন অবস্থা। শোয়েব বলেন, উইকেট ভালো হওয়া উচিত।  উইকেটে পেস, বাউন্স কিছু ছিল না। ১৫ বছর আগে যখন মুলতান, পেশোয়ার বা লাহোরে যখন খেলতাম তখনো এমন ছিল। কিছু পরিবর্তন আনা দরকার। কিউরেটর আনুন, মাটি পরীক্ষা করুন। বিশেষজ্ঞ আনুন। না হলে খুব কঠিন হয়ে যাবে সবকিছু। এ ধরনের ক্রিকেটে দর্শকের আগ্রহ কমে যায়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর