খেলা

চিটাগং ব্যাডমিন্টন ফেস্ট

কর্পোরেটদের অন্য লড়াই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২০২০-০১-২৬

 চট্টগ্রামের কর্পোরেট জগতের কর্মকর্তাদের জন্য টিম চিটাগং প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত হলো জমজমাট ‘চিটাগং ব্যাডমিন্টন ফেস্ট’। টানা তৃতীয়বারের মতো এবারও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গত ২৪শে জানুয়ারি নগরের চট্টগ্রাম রাইফেলস ক্লাব মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয়েছেন মিলানো রেস্টুরেন্ট গ্রুপ। আর রানার্সআপ হয়েছেন কিউব। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, র‌্যাংকস প্রপার্টিজ-এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, আয়োজক টিম চিটাগং এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইমতিয়াজ উদ্দীন জিহাদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আবদুল্লাহ আল কায়সার। আয়োজকরা জানান, ব্যাডমিন্টন ফেস্টে মোট ১৮টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেখান থেকে ৬টি দলকে দ্বিতীয় পর্বের জন্য বাছাই করা হয়। এরপর ফাইনালে অংশ নেন দুটি দল। প্রতিযোগিতায় যারা অংশ নেন তাদের মধ্যে ছিল পেড্রোলো গ্রুপ, এলিট পেইন্টস, বায়েজিদ স্টিল, কেডিএস গ্রুপ, এন আর বি গ্লোবাল ব্যাংক, পিটুপি ফ্যামিলি, আরামিট সিমেন্ট লিমিটেডসহ মোট ১৮টি দল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status