× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ঘাম ঝরিয়ে ‘সেঞ্চুরি’ পূরণ ফেদেরারের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, রবিবার

অস্ট্রেলিয়ান ওপেনে গর্বের এক সেঞ্চুরি পূর্ণ করলেন রজার ফেদেরার। মেলবোর্নের এই টেনিস আসরে ১০০ জয় পূর্ণ হলো এ উইস তারকার। গতকাল পুরুষ এককের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার জন মিলম্যানের বিপক্ষে জয় দেখেন ৩৬ বছর বয়সী ফেদেরার। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের খেলা শেষে নারী-পুরুষ মিলিয়ে এককের শীর্ষ ১০ বাছাই খেলোয়াড়ের পাঁচ জনই নিয়েছেন বিদায়। ফেদেরার খেলতে নামার কয়েক ঘণ্টা আগে রড লেভার অ্যারেনার একই কোর্টে হার শেষে আসর থেকে বিদায় নেন শিরোপাধারী নাওমি ওসাকা ও ২৩ বারের গ্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। গতকাল এখানে হুমকির মুখে ছিলেন ফেদেরারও। ম্যাচের প্রথম সেটেই হেরে যান ফেদেরার। আর পাঁচ সেটের তুমুল লড়াই শেষে মিলম্যানের বিপক্ষে ফেদেরার জয় পান ৪-৬, ৭-৬ (২), ৬-৪, ৪-৬ ও ৭-৬ (১০-৮) গেমে।
রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারে প্রথম জয় দেখেন ২০ বছর আগে। মার্কিন তারকা মাইকেল চ্যাংয়ের বিপক্ষে জয় পান ১৮ বছর বয়সী ফেদেরার। শেষ ষোলোয় ফেদেরারের প্রতিপক্ষ হাঙ্গেরির ফুকসোভিকস। ২০১৯ সালের এটিপি ফাইনালস জয়ী ও গ্রিসের ষষ্ঠ বাছাই স্তেফানোস সিটসিপাসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন কানাডার মিলোস রাওনিচ। শেষ ষোলোয় রাওনিচের প্রতিপক্ষ তৃতীয় রাউন্ডে মহাকাব্যিক এক লড়াই শেষে রবার্তো বাতিস্তা আগুটকে হারানো মারিন চিলিচ।
মেয়েদের প্রতিযোগিতা অঘটনে ভরপুর। মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন তৃতীয় বাছাই জাপানি তারকা নাওমি ওসাকাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের ১৫ বছরের কিশোরী কোকো গফ। অষ্টম বাছাই সেরেনা উইলিয়ামস হার দেখেন চাইনিজ তারকা ওয়াং কিয়াংয়ের বিপক্ষে। দশম বাছাই ম্যাডিসন কিস হেরেছেন গ্রিসের মারিয়া সাকারির কাছে। ষষ্ঠ বাছাই বেলিন্ডা বেনচিচ ৬-০, ৬-১ সেটে উড়ে গেছেন এস্তোনিয়ার কন্তাভেঙ্কোর বিপক্ষে। দ্বিতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভা হেরে বসেছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভার বিপক্ষে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর