× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) জানুয়ারি ২৬, ২০২০, রবিবার, ১২:৪৩ অপরাহ্ন

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২৯। ধসে পড়েছে বেশ কিছু ভবন। আহত হয়েছেন কমপক্ষে ১৪০০ মানুষ। শুক্রবার দেশটির এলাজিগ প্রদেশের সিভরিস শহরে শক্তিশালী ৬.৮ মাত্রার এই ভূমিকম্পের উৎস ছিল। এর আঘাতে পুরো তুরস্ক কেঁপে ওঠে। অধিবাসীরা বাসাবাড়ি ছেড়ে দৌড়ে রাস্তায় চলে যান। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, কমপক্ষে ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে।
এখনও কমপক্ষে ২০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা।
উল্লেখ্য, তুরস্কে ভূমিকম্প খুব ঘন ঘন হয়। তবে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয় ১৯৯৯ সালে। ওই সময় পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিতে নিহত হন প্রায় ১৭ হাজার মানুষ। স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আঘাত হানে শুক্রবারের ভূমিকম্প। এর কম্পন অনুভূত হয় প্রতিবেশী সিরিয়া, লেবানন ও ইরানেও। ভূমিকম্প পরবর্তী কমপক্ষে ৪০০ কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর