× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

টঙ্গীতে হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

টঙ্গীতে গৃহবধূ সাথী (২৫) হত্যা মামলার আসামি তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি ও নিহত সাথীর স্বামী সরোয়ার হোসেন বাবু (৩০), শাশুড়ি সালেহা বেগম (৪৫) ও ভাসুর সালাহ উদ্দিন (৩৫)।
র‌্যাব-১ জানায়, প্রায় এক বছর পূর্বে সারোয়ার হোসেন বাবুুর সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সরোয়ার হোসেন বাবুু ও তার পরিবারের লোকজন সাথীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না পেয়ে তারা এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। সাথীর পিতা সন্তানের সুখের কথা চিন্তা করে তার মেয়ে জামাইকে নগদ দুই লাখ টাকা দেয়। এরপরও তারা বাকি টাকার জন্য তাকে নির্যাতন অব্যাহত রাখে।
ঘটনার দিন সন্ধ্যায় স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবর সাথীকে যৌতুকের বাকি টাকা এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে। সাথী তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তার ওপর চড়াও হয় এবং ব্যাপক মারধর করে।
নির্যাতনের এক পর্যায়ে সাথীর স্বামী তার মা-বাবা ও ভাইয়ের সহযোগিতায় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা (নং-৩০, তাং-১৭/০১/২০২০ইং) দায়ের করেন। হত্যাকাণ্ডের পর র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গতকাল তাদের গ্রেপ্তার করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর