× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কেরানীগঞ্জে দেয়াল ধসে শিশুসহ নিহত ২

বাংলারজমিন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

ঢাকার কেরানীগঞ্জে একটি নির্মাণাধীন বাড়ির বাউন্ডারি দেয়াল ধসে শিশুসহ ২ জন নিহত এবং আহত হয়েছে অপর ২ শ্রমিক। নিহতরা হলো নির্মাণ শ্রমিক মো. বাবু (২৪) এবং স্থানীয় শিশু রাহিম (৭)। আহতরা হচ্ছে নির্মাণ শ্রমিক মো. রুবেল (২৮) ও মো. হারুন (৬৫)। এই ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ১০টায় কালিন্দী ইউনিয়নের গোকপাড় এলাকায়। নিহত রাহিম বোরহানীবাগ মারকাজুল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. আওকাত হোসেন। অপরদিকে নিহত বাবুর বাবার নাম নাগর বেপারী। বাড়ি বরিশাল জেলার দেহেন্দীগঞ্জ থানায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. আনোয়ার হোসেন  জানান, সকালে বেল্লালের জমিতে নিহত বাবুসহ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করতে ছিল। ওই জমির পাশে শিশু রাহিম খেলা করছিল। এ সময় ওই জমির পাশে হাজী বুলেটের বাড়ির একটি নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল হঠাৎ তাদের ওপর ধসে পড়ে। এতে আশেপাশের লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ শিশু রাহিম ও নির্মাণ শ্রমিক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মো. রুবেল ও মো. হারুন সেখানে ভর্তি রয়েছেন।
এই দুর্ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কশিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল ও কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ওসি কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর