× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

 ‘পুরনোকে ধারণ করো নতুনকে বরণ করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, অবসরপ্রাপ্ত শিক্ষকগণের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরটেকী উচ্চ বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করে চরটেকী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম। চরটেকী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি মো. রেজাউল করিম বুলবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির। ফোরামের সাধারণ সম্পাদক মো.মাহফুজুর রহমান নোপেল, সহ-সাধারণ সম্পাদক আমীর খসরু ও রাকিবুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, সাবেক ভাইস চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ও চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক প্রমুখ। এ সময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে পুরো বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে মিলন মেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর এক সঙ্গে হতে পেরে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি খোশগল্পে মেতে ওঠেন তারা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর