× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মাঝ মাঠ থেকে গোল আর হ্যাটট্রিকে আলোচনায় ইলিচিচ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

স্বপ্নের মতো এক ম্যাচ খেললেন ইয়োসিপ ইলিচিচ। শনিবার ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে হ্যাটট্রিক করেন আতালান্তার এই স্লোভেনিয়ান ফরোয়ার্ড। এর মধ্যে দ্বিতীয় গোলটি করেন মাঝ মাঠ থেকে। ম্যাচে ৯ জনের তোরিনোকে ৭-০ গোলে বিধ্বস্ত করে আতালান্তা। তোরিনোর সিরি আ ইতিহাসে হোম ম্যাচে সবচেয়ে বড় পরাজয় এটি। স্বাগতিকদের দুর্দশা দেখে ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতেই স্টেডিয়াম ছেড়ে চলে যান সমর্থকরা। সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, লজ্জার হারের পর তোরিনোর খেলোয়াড়রা ভেঙে পড়েন কান্নায়। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দশম স্থানে রয়েছে সিরি আ’র ৭ বারের চ্যাম্পিয়নরা।
সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আতালান্তা। তোরিনোর মাঠে ১৭তম মিনিটে আতালান্তাকে এগিয়ে দেন ইলিচিচ। ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান রবিন গোসেনস। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে অতিথিদের হয়ে তৃতীয় গোলটি করেন দুভান জাপাতা। বিরতির পর ইলিচিচের বিস্ময় গোল। প্রায় ৪০ মিটার দূর থেকে নেয়া শটে তোরিনোর জালে বল জড়ান তিনি। যেটিকে বলা হচ্ছে ‘সিরি আ গোল অব দ্য সিজন’। বিস্ময় গোলের ৬০ সেকেন্ড পরই হ্যাটট্রিক পূরণ করেন ইলিচিচ। শেষ ৬ ম্যাচে ৯ গোল করলেন এই স্লোভেনিয়ান। ১৩ গোল নিয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় ক্যালিয়ারির জোয়াও পেদ্রোর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ইলিচিচ। তার সামনে রয়েছেন ইন্টার মিলানের রোমেলু লুকাকু (১৪), জুভেন্টসের ক্রিস্টিয়ানো রোনালদো (১৬) ও লাজিওর চিরো ইমোবিলে (২৩)। ইলিচিচের হ্যাটট্রিকের পরই তোরিনোর সমর্থকরা মাঠ ছাড়তে শুরু করেন। স্টেডিয়াম প্রায় খালি হয়ে যায়। শেষ ১০ মিনিটে আরো দুই গোল হজম করে তোরিনো। দুটি গোলই কলম্বিয়ান তারকা লুইস মুরিয়েলের। এর আগে ৭৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন তোরিনোর আরমান্দো ইজ্জো। আর ৮৯তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন তোরিনোর আরেক ফুটবলার সাসা লুকিচ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর