× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ইনজুরিতে মৃত্যুঞ্জয় চৌধুরী বিশ্বকাপ দলে রুয়েল

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর ইনজুরিতে যুব বিশ্বকাপের বাংলাদেশ দলে সুযোগ পেলেন রুয়েল মিয়া। চলতি বিশ্বকাপে মৃত্যুঞ্জয় চৌধুরীর শিকার দুই ম্যাচে ২ উইকেট। ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লীগ কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ৩০শে জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে টাইগার যুবারা।
হঠাৎ বিশ্বকাপ দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত বাঁ-হাতি পেসার রুয়েল। তিনি বলেন,‘দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যাতে আমি আমার সেরাটা দিতে পারি।’ তিনি বলেন,‘ভিসা জটিলতায় আমার দক্ষিণ আফ্রিকা যেতে কিছুটা দেরি হচ্ছে। সব ঠিক থাকলে মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বো।’
গত বছরের নভেম্বরে বল হাতে নৈপুণ্য নিয়ে আলোচনায় আসেন রুয়েল মিয়া। জাতীয় ক্রিকেট লীগে এক ইনিংসে ২৬ রানে ৮ উইকেট নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশী পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়েন তিনি। এর আগের রেকর্ডটি ছিল সাবেক পেসার তালহা জুবায়েরের।
২০১২ সালে ৩৫ রানে ৮ উইকেট নেন একসময় জাতীয় দলে খেলা এই পেসার। জাতীয় লীগে একই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেটের কৃতিত্ব দেখান রুয়েল। বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে সে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬৫ রান খরচায় ১৩ উইকেট নেন সিলেটের রুয়েল মিয়া। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে পেসারদের মধ্যে যা এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড। আগের সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল আল আমিন হোসেনের। খুলনার হয়ে ২০১১ সালে চট্টগ্রামের বিপক্ষে ৮৯ রানে ১২ উইকেট নেন আল আমিন।
২০১৮‘র অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক রুয়েল মিয়ার। জাতীয় ক্রিকেট লীগে সিলেট বিভাগের জার্সি গায়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামেন তরুণ এ বাঁ-হাতি পেসার। পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক তার। ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে গাজী গ্রুপ ক্রিকেটার্স দলের হয়ে মোহামেডানের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেন রুয়েল মিয়া। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩ ম্যাচে ১৪ উইকেট রয়েছে রুয়েলের ঝুলিতে। আর লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৩ ম্যাচে তার শিকার ৩ উইকেট। ইকোনমি গড় ৪.৪১।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর