× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

১লা ফেব্রুয়ারি জনগণকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দিন

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

আগামী ১লা ফেব্রুয়ারি ভোটারদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা তাদের  কাছে ফিরিয়ে দেয়া হবে। ভয়ভীতির তোয়াক্কা না করে ভোট কেন্দ্রে নিজেদের অধিকার প্রয়োগ করুন। অনেক চাপ আসবে, আপনারা নিশ্চুপ থাকলে সমস্যা আরো বাড়বে। তাই এখনি সময় এসেছে রুখে দাঁড়ানোর। রোববার সকালে কড়াইল বস্তির বেলতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। তাবিথ বলেন, এই সরকার বুঝে গেছে, ভোটের মাধ্যমে জনগণের সাড়া পাবেন না। তাই তারা এখন ভোট বন্ধ করা অথবা ভোটের জায়গা থেকে সরিয়ে দেয়া, ভোট কেন্দ্র থেকে বিমুখ করার চেষ্টা করে যাচ্ছে। আওয়ামী লীগ ভয় পেয়ে এখন আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে।
আপনারা ভয় পাবেন না। অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। ভোট আপনাদের অধিকার। আপনাদের রায়ের মাধ্যমেই পরিস্কার হবে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না।

তিনি বলেন, আগামী ইকেলকশন আমাদের পরিবর্তনের সময়। আমরা আমাদের জীবনের মান উন্নয়ন পরিবর্তন করতে চাই এই ভোটের মাধ্যমে। আগামী ভোট অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের রায়ে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে। দুর্নীতি-দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। ১লা ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, তাহলে খালেদা জিয়া মুক্তি পাবে।
তিনি আরো বলেন, পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না। গুলশান-বনানীতে সবচেয়ে ধনিরা বসবাস করে, তারপাশে কাড়াইল বস্তিতে সবচেয়ে হতদরিদ্রদের বসবাস। ধনি-দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘ মেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। শিশুদের খেলাধুলার জন্য মাঠ তৈরি করা হবে। বস্তির বর্জ্য পদার্থ সঠিক সময়ে অপসারণ করা হবে। যাতে রোগ বালাই সৃষ্টি না হয় সেদিকে আমি নজর দিবো। মশা নিধন করবো এতে ডেঙ্গু প্রতিরোধ করা হবে। সকলের নিরাপত্তা নিশ্চত করতে আমার যা যা করতে হয়, তাই করবো।

এসময় গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ হাসান, সাবেক এমপি শাম্মী আক্তার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, বিএনপি নেতা লায়ন রাসেল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়া ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক হোসেন ভুইয়া, (ঠেলাগাড়ি মার্কা) ২০ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (ব্যাডমিন্টন মার্কা), সংরক্ষিত ওয়ার্ডে বিএনপির প্রার্থী পেয়ারা মোস্তফা উপস্থিত ছিলেন। তাবিথের গণসংযোগকালে কড়াইল বস্তিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বস্তির সরু-সরু অলি গলিতে সব বয়সী মানুষ তার প্রচারণায় অংশ নেয়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দুপুরে আগারগাঁও বিএনপি বাজারে গণসংযোগ করেন তাবিথ আউয়াল। গণসংযোগকালে মেয়র প্রার্থী বলেন, ইতোমধ্যে আমরা যেসব ওয়ার্ডে গিয়েছি, সেসব ওয়ার্ডের সমস্যাগুলো শুনেছি, তা সমধানের আশ্বাসও দিয়েছি। আগে দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব অবহেলার কারণে এক লাখের বেশি নগরবাসী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন। আমরা পরিস্কারভাবে বলছি, নির্বাচিত হলে সব সমস্যা মোকাবিলা করবো। ঢাকা সিটিকে একটি সুন্দর ও আধুনিক সিটিতে রূপান্তরিত করার জন্য সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবো।

পরে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে তাবিথ বলেন, ইশরাকের প্রচারণায় হামলা হয়েছে। এর আগে তার বাড়িতে হামলা করা হয়েছে। আমার গণসংযোগে হামলা হয়েছে। এসব হামলাকারীদের শাস্তির আওতায় আনুন। নির্বাচনের পরিবেশ তৈরি করুন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফতাব উদ্দিন জসিম, বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএম রাজ্জাক প্রমুখ।
ইশতেহার ঘোষণা আজ: তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে আজ। সকালে গুলশান-১ এলাকার একটি হোটেলে হবে এ অনুষ্ঠানে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর