× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বে ২৬ কোটি শিশু-কিশোর শিক্ষা বঞ্চিত

শিক্ষাঙ্গন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) জানুয়ারি ২৭, ২০২০, সোমবার, ৯:৫৮ পূর্বাহ্ন
ফাইল ছবি

বর্তমান শিক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তারা বলছে, বিশ্বে প্রাপ্ত বয়স্ক ৭৭ কোটি নিরক্ষর মানুষ। যাদের অধিকাংশই নারী। বর্তমান বিশ্বে ১৭ বছরের নিচে ২৬ কোটি ৪০ লাখ শিশু শিক্ষা বঞ্চিত। এছাড়াও বিশ্বে লাখ লাখ মানুষ শিক্ষা গ্রহণ করছে কিন্তু শিখছে না বলেও জানায় সংস্থাটি।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২০৩০ সালের ‘অ্যাজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিবেদনের অংশ হিসেবে এই তথ্য প্রকাশ করা হয়। ইউনেস্কোর পরিসংখ্যান ইনস্টিটিউট এবং গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) এটি যৌথভাবে প্রকাশ করে। এই প্রতিবেদন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১০-২০১৫ সালে ১২৮টি দেশের তথ্যের ভিত্তিতে প্রকাশ করে। এতে দেখা যায়, ১২ বছরের নিচে ৪০ কোটির বেশি শিশু স্কুল ছেড়ে দিচ্ছে।
আর ৮০ কোটির শিশু কোন ধরণের যোগ্যতা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করছে।

বিশ্বে ২৬ কোটি ৪০ লাখ শিক্ষাবঞ্চিত শিশু-কিশোরের মধ্যে ৬ থেকে ১১ বছর বয়সী ৬  কোটি ১০ লাখ শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। ১২ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে ৬ কোটি শিশু মাধ্যমিক শিক্ষার সুযোগ পায় না। আর উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ পায় না ১৫ থেকে ১৭ বছর বয়সী ১৪ কোটি ২০ লাখ শিশু। আর উচ্চমাধ্যমিকে পড়া বিশ্বের ৯০ শতাংশ মানুষের তথ্য থেকে দেখা যায়, ৪০টি দেশের ৪ জনের ১ জনের কম শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে পেরেছে। আর ৬০টি দেশের ২ জনের ১ জনেরও কম শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে। উচ্চমাধ্যমিকে পড়াশুনা শেষ করেছে ১৪টি দেশের ৯০ শতাংশ শিক্ষার্থী।

জাতিসংঘের সাধারণ এই অধিবেশনে সংস্থাটির উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ বলেন, লাখ লাখ মানুষ যারা শিক্ষা গ্রহণ করতে পারছে না বা করেননি শুধু তাদের জন্যই নয়, যারা শিক্ষা গ্রহণ করছে কিন্তু শিখছে না তাদের জন্যও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের শিক্ষা আন্দোলনের ডাক দিতে হবে, যাতে সবার জন্য সবার জন্য মানসম্মত শিক্ষা ভবিষ্যতের লক্ষ্য না হয়ে বাস্তবে রূপান্তরিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর