× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গ্র্যামি অ্যাওয়ার্ডে চমক দেখালেন বিলি আইলিশ

বিনোদন

বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

সংগীত বিশ্বের সবচাইতে সম্মানের নাম গ্র্যামি অ্যাওয়ার্ড। প্রতি বছরের মতো এবারেও এই পুরস্কার প্রদান করা হয়েছে বিভিন্ন বিভাগে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে বাংলাদেশ সময় সোমবার সকালে শুরু হয় গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬২তম আসর। অনুষ্ঠানের শুরুতেই একাধিক শিল্পীদের পারফর্মেন্স দিয়ে সবাই শ্রদ্ধা জানালেন রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট ও তার তেরো বছরের মেয়ে জিয়ানাকে। এবারের গ্র্যামি অ্যাওযার্ডে বড় চমক দেখিয়েছেন ১৮ বছর বয়সী বিলি আইলিশ। সেরা নতুন শিল্পী, সেরা গান,  সেরা অ্যালবাম, সেরা রেকর্ড, সেরা পপ ভোকাল অ্যালবাম- এই পাঁচ বিভাগে পুরস্কার পেয়েছেন তিনি। সব মিলিয়ে ৮৪টি বিভাগে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান গায়িকা অ্যালিসিয়া কিস।
এবারের বর্ষসেরা একক পপ শিল্পী- ট্রুথ হার্টস/লিজ্জো, বর্ষসেরা দ্বৈত-গ্রুপ পারফরমেন্স- লিল নাস এক্স ফিচারিং বিলি রে সিরাস, বর্ষসেরা ট্রাডিশনাল পপ শিল্পী- লুক নাউ/এলভিস কস্টেলো অ্যান্ড দ্য ইমপোস্টারস, বর্ষসেরা কমেডি অ্যালবাম- স্টিকস অ্যান্ড স্টোনস/ডেইভ চাপ্পিলি, বর্ষসেরা রক অ্যালবাম- সোশ্যাল কুইস/কেইজ দ্য এলিফ্যান্ট, বর্ষসেরা রক পারফরমেন্স- দিস ল্যান্ড/গ্যারি ক্লার্ক জুনিয়র, বর্ষসেরা রক গান- দিজ ল্যান্ড/ গ্যারি ক্লার্ক জুনিয়র,  বর্ষসেরা অল্টারনেটিভ মিউজিক- ফাদার অব দ্য ব্রাইড/ভ্যাম্পায়ার উইকএন্ড, সেরা কাউন্ট্রি অ্যালবাম- হোয়েন আই’ম লিভিং/তানিয়া টুকার, সেরা নিউ এজ অ্যালবাম- উইংস/পিটার কেটার, সেরা ইম্প্রোভাইজড জ্যাজ সলো-  সোযিনহো/র‌্যান্ডি ব্রেকার, সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম- ১২ লিটল স্পেলস/স্পিরাঞ্জা স্প্যাল্ডিং, সেরা জ্যাজ ইস্ট্রুমেন্টাল অ্যালবাম- ফাইন্ডিং গ্যাব্রিয়েল/ব্রাড মেল্ডাউ, সেরা ল্যাটিন জ্যাজ অ্যালবাম- এন্টিডোট/চিক কোরিয়া এন্ড দ্য স্প্যানিশ হার্ট ব্যান্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর