× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কারবারের বিদায়

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, সোমবার

প্রথম সেট জিতেও পরের দুটিতে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন অ্যাঞ্জেলিক কারবার। ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এই জার্মান তারকা মুখোমুখি হন ৩০তম বাছাই রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভার। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথম সেটে টাইব্রেকারে তিন গ্র্যান্ড স্লামজয়ী কারবার জেতেন ৭-৬ (৭/৫) গেমে। পরের সেটও গড়ায় টাইব্রেকারে। এবার পাভলুচেঙ্কোভা ৭-৬ (৭/৪) গেমে জিতে সমতা আনেন। আর তৃতীয় সেটে পাওয়ার টেনিসে কারবারকে ৬-২ গেমে উড়িয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠেন। চার গ্র্যান্ড স্লামের সবগুলোতেই অন্তত একবার করে কোয়ার্টার ফাইনালে খেলেছেন পাভলুচেঙ্কোভা। কিন্তু কোনোটিতেই সেমিফাইনালে যেতে পারেননি।
নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে ২৯শে জানুয়ারি স্পেনের গারবিন মুগুরুজার মুখোমুখি হবেন পাভলুচেঙ্কোভা। নবম বাছাই কিকি বার্টেন্সকে সরাসরি সেটে হারিয়ে ৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। দুবারের গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিয়ার্ড এই আসরে একবারই (২০১৭) শেষ আটে ওঠেন। ২০১৮ অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ সিমোনা হালেপ সহজেই উতরে যান কোয়ার্টারে। বেলজিয়ামের এলিসে মর্টেন্সকে সরাসরি সেটে হারান চতুর্থ বাছাই হালেপ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন ২৮তম বাছাই এস্তোনিয়ার আনেত কন্টাভেইটের। ষষ্ঠ বাছাই সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে হারাতে মাত্র ৪৯ মিনিট সময় নেন কন্টাভেইট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর