× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘পাফ ড্যাডি’ আবার শুরু

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

শোবিজের জনপ্রিয় দুই মুখ সজল-পরীমনি গত বছরের মে মাসে ‘পাফ ড্যাডি’ নামে একটি ওয়েব  সিরিজের কাজ শুরু করেন। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম বঙ্গর প্রযোজনায় এ ওয়েব সিরিজটির প্রথম অংশের কাজ নির্মাতা মাসুদ হাসান উজ্জল শুরু করলেও বর্তমানে এটি পরিচালনা করছেন নির্মাতা সহিদ উন নবী। বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজটির কাজ কিছুদিন বিরতির পর আবার শুরু হয়েছে। এর মূল গল্পটি মেহেদী হাসানের। তবে এ কাহিনী লেখার ক্ষেত্রে আমার কিছুটা অবদান আছে। মাসুদ হাসান উজ্জল এবং বঙ্গর স্ক্রিপ্ট এডিটরদের টিম মিলে এর চিত্রনাট্য করেছেন। প্রথমে মাসুদ হাসান উজ্জল কাজটি শুরু করলেও বিশেষ কারণে বর্তমানে এর শুটিং পরিচালনা করছেন সহিদ উন নবী। ঢাকা ও সিলেটের বেশ কিছু লোকেশনে এর কাজ হচ্ছে।
এদিকে নায়িকা পরীমনি এ কাজটি নিয়ে বেশ আশাবাদী। পুলিশের পোশাক পরে গতকাল এফডিসিতে শুটিং করেন তিনি। ভিন্ন লুকে নতুন বছরে নতুন এ কাজটি নিয়ে আসছেন পরী। নির্মাতা সহিদ উন নবী বলেন, আগে পরীমনির অংশের খুব বেশি শুটিং হয়নি। গল্পের বাকি অংশ ঘষামাজা করে ‘পাফ ড্যাডি’র শুটিং আবার শুরু করেছি। কাহিনীতে বেশ টুইস্ট আছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এর শুটিং চলবে। এই সিরিজের নাম ভূমিকায় অভিনয় করছেন আজাদ আবুল কালাম। এ ছাড়া সজল-পরীমনি ছাড়াও এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, আবুল কালাম আজাদ, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর