× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রমিকলীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ আর নেই

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২৯ জানুয়ারি ২০২০, বুধবার

 জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদ্য বিদায়ী সভাপতি শুক্কুর মাহমুদ আর নেই। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। নারায়ণগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ শুক্কুর মাহমুদ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ইউনিয়নের সভাপতির পদে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর সংবাদে জেলার আওয়ামী লীগ ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। গতকাল মঙ্গলবার বাদ যোহর মরহুমের প্রথম জানাজার নামাজ শহরের ডিআইটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজের পর দোয়া শেষে ফুল দিয়ে এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাদ আছর মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এবং তৃতীয় জানাজার নামাজ বাদ এশা তার নিজ এলাকায় বন্দর কদম রসূল দরগায় অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় বাগে জান্নাত কবরস্থানে মহুমের মরদেহ দাফন করা হয়েছে বলে মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর