× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সেমিতে ফেদেরারের সামনে ‘অপ্রতিরোধ্য’ জকোভিচ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, বুধবার

দুজনের অস্ট্রেলিয়ান ওপেন দুরকম কাটছে। প্রায় প্রতিটি ম্যাচেই হাড্ডহাড্ডি লড়াই করে জিতে সেমিফাইনাল পর্যন্ত এসেছেন রজার ফেদেরার। নোভাক জকোভিচ রীতিমত অপ্রতিরোধ্য। শেষ চার পর্যন্ত এসেছেন মাত্র এক সেট হেরে। টেনিস দুনিয়ার কিংবদন্তি দুই তারকা মুখোমুখি হচ্ছেন আসরের প্রথম সেমিফাইনালে। এটি তাদের ৫০তম সাক্ষাত। ২৬ জয়ে এগিয়ে আছেন ১৬ গ্র্যান্ড স্লামজয়ী জকোভিচ। ফেদেরারের বিপক্ষে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেও তার রেকর্ড ভালো।
১৬ ম্যাচে ১০ জয়। সবশেষ এটিপি ট্যুর ফাইনালসে সাক্ষাত হয় কিংবদন্তি দুই তারকার। সেখানে সরাসরি সেটে জেতেন ফেদেরার।
গতকাল কোয়ার্টার ফাইনালে সাড়ে তিন ঘন্টার লড়াইয়ে ৩৮ বছর বয়সী সুইস তারকা ফেদেরার  ৬-২, ২-৬, ২-৬, ৭-৬ (১০/৮), ৬-৩ গেমে হারান যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রিনকে। এ জয়ে ১৫তম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নাম লেখান সুইস কিংবদন্তি। অন্য ম্যাচে সার্বিয়ান গ্রেট জকোভিচ কানাডার মিলোস রওনিচকে সরাসরি ৬-৪, ৬-৩, ৭-৬ (৭/১) গেমে হারান।
মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি ও যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। ফেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই বার্টি সরাসরি ৭-৬ (৮/৬), ৬-২ গেমে উড়িয়ে দেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে। ১৪তম বাছাই কেনিনও সরাসরি সেটে হারান তিউনিসিয়ার ওনস জাবিরকে। প্রথম আরব টেনিস তারকা হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে ওঠা জাবিবের স্বপ্নযাত্রা থামলো এখানেই। আগামীকাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন বার্টি-কেনিন। কেনিনের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ সাক্ষাতে চারটিতেই জিতেছেন বার্টি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর