× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ধামরাইয়ে বিকল্প সড়ক তৈরি না করে সেতু নির্মাণের কাজ শুরু

বাংলারজমিন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার

ঢাকার ধামরাই পৌরসভায় বংশী নদীতে বিকল্প সড়ক তৈরি না করেই সেতু নির্মাণ করায় পৌর বাজারে ব্যস্ততম সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম কষ্টের মধ্যে পড়েছে প্রায় ত্রিশটি গ্রামের মানুষ। যারা প্রতিনিয়ত এ সড়ক দিয়ে চলাচল করেন। ব্যাপক ভোগান্তির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে লোকজন। যানজটের কারণ হিসেবে জানা জানা গেছে, পৌরসভার আইঙ্গন বংশী নদীর উপর সেতু নির্মাণ কাজ শুরুর ফলে বিকল্প সড়ক না থাকায় উত্তর এলাকায় চলাচলের জন্য পৌরসভার বাজারের এ সড়ক একমাত্র রাস্তা। তাই কালিয়াকৈর মির্জাপুর টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় যাওয়ার জন্য এ সড়ক দিয়ে লরিসহ বড় বড় যান চলাচল শুরু করে। যার ফলে বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও পৗরসভার এ সড়কে পুরনো ঝুঁকিপূর্ণ একটি জীর্ণ বেইলি ব্রিজ রয়েছে।
এ ব্রিজে এসব গাড়ি উঠে গেলে অপরদিক থেকে আরেকটি গাড়ি উঠলে ব্যাপক যানজট লেগে যায়। এ ছাড়া শীর্ণজীর্ণ এ ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে ওজন গাড়ি চলাচলের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীরা জানান, বিকল্প সড়ক তৈরি না করে সেতুর কাজ করায় প্রভাব পড়েছে পৌর বাজার সড়কে। এতে শুধু সড়কে যানজটই নয় বড় বড় লরি চলাচলের কারণে পৌর সড়কও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তারা দ্রুত এর সমাধান চান। পৌরসভার মেয়র গোলাম কবির জানান, পৌর সড়কে অতি ওজনের গাড়ি চলাচল নিষেধ করা সত্বেও তা মানছেন না কেউ। এতে সড়কের চরম ক্ষতি হচ্ছে। আর এসব গাড়ি ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বেইলী ব্রিজ। যে কোনো সময় ধসে পড়তে পারে ব্রিজটি। এতে যান ও প্রাণহানিকর ঘটনাও ঘটতে পারে। যার ফলে আমি অনেক বার চেষ্টা করেও বিকল্প সড়ক তৈরি করাতে পারেনি। এখন মানুষ নিয়মিত যানজটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমিও দ্রুত এর সমাধান চাই বলে জানান তিনি।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর