× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কানসাট ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বাংলারজমিন

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার

 দারিদ্র্য বিমোচনের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যার প্রেক্ষিতে সরকার বয়স্ক ভাতা, বিধাব ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করেছে সুবিধাভোগীদের। এতে স্থানীয়ভাবে অনেক দরিদ্র ব্যক্তি স্বাবলম্বী হচ্ছে। কিন্তু সরকারের এমন উদ্যোগের সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু জনপ্রতিনিধি নিজেদের স্বাবলম্বী করতে নানা অনিয়ম ও দুর্নীতি করছে। এমন ঘটনা ঘটিয়েছেন চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফেরদৌসী বেগম বুচিয়া।
তিনি বয়স্ক ভাতা, বিধাব ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিবেন বলে হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ২ শতাধিক অসহায় ব্যক্তির কাছ থেকে ২ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। ২ বছর হয়ে গেলেও তিনি এখন পর্যন্ত অনেকের সুবিধাভোগীর কার্ড কিংবা টাকা পরিশোধ করেননি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। দীর্ঘদিন অপেক্ষার পর তিনি এসব টাকা আদায়ের বিষয়টি অস্বীকারও করেন।
অবশেষে এই অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে গত বছরের ৮ই ডিসেম্বর শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর