× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বাংলারজমিন

দক্ষিণ সুনামমগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার

 জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের প্রতিবেশীর খিরা ছিঁড়ে খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় ১ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত চাঁন মিয়া মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সকাল পোনে আটটার সময় উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের নিহত চাঁন মিয়ার ছেলে ছানি মিয়া (০৮) একই গ্রামের প্রতিবেশী হাবিবুর মিয়ার অগোচরে খিরা ক্ষেতে গিয়ে খিরা খেয়ে ফেলে। এতে প্রতিবেশী মৃত আবদুল জব্বারের ছেলে হাবিবুর রহমান ও সফিক মিয়া এবং হাবিবুর রহমানের ছেলে পাবেল মিয়াসহ চাঁন মিয়ার বসত বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ ও তর্কবিতর্ক শুরু করে। একপর্যায়ে তাদের সুলফির আঘাতে মৃত বাছির উদ্দিনে ছেলে চাঁন মিয়া রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন নুর রশীদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মুরাদপুর গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে সফিক মিয়া (৪০)কে আটক করেন। শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
মারপিট ও হত্যার ঘটনাটি অতর্কিতভাবে সংঘটিত হয়েছে। সমাধানের কোনো সুযোগ পাওয়া যায় নাই। ঘটনার পরপর আমি মুরাদপুরে ও সুনামগঞ্জ সদর হাসপাতালেও গিয়েছে। পাশাপাশি উক্ত ঘটনা নিয়ে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে গ্রামবাসীকে সে দিকে নজর রাখার জন্য বলেছি। দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর