× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শাবিতে ‘কিন’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শিক্ষাঙ্গন

শাবি প্রতিনিধি:
(৪ বছর আগে) জানুয়ারি ৩০, ২০২০, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকা উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর মধ্যে প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনের টেন্টে কেক কাটা ও চাবির রিং উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া বিকেল ৪টা থেকে অজুর্নতলায় পিঠা উৎসবের আয়োজন করেছে সংগঠনটি।

কেক কাটার সময় উপস্থিত ছিলেন কিনের উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, সভাপতি নাফিজ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক নৈলি সাইনসহ সংগঠনের সাবেক-বর্তমান সদস্যবৃন্দ। এদিকে দ্বিতীয় দিন শুক্রবার ৬টায় বার-বি-কিউ সন্ধ্যা এবং শেষদিন শনিবার দুপুর ২টায় কিন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ফিল্ম ফেস্ট ও কুইজ প্রতিযোগিতা এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালের ৩০ জানুয়ারি ‘আত্মার কাছে দায়বদ্ধতার হাতে রেখে হাত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে যাত্রা শুরু করে কিন। প্রতিষ্ঠার পর থেকে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ, রক্ত সংগ্রহ, পথ শিশুদের শিক্ষা কার্যক্রম প্রদানসহ দুঃস্থ, অসহায়, পথ শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে কিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর