অভিনয়ে দীর্ঘদিনের পথচলায় হাসান জাহাঙ্গীর এবারই প্রথম দীপা খন্দকারের সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রতিদান’। এটি রচনা ও পরিচালনা করেছেন রুলীন রহমান। নাটকটি আজ রাত দশটায় এশিয়ান টিভিতে প্রচার হবে। হাসান জাহাঙ্গীর বলেন, এবারই প্রথম আমি দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেছি। তিনি একজন গুণী শিল্পী। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।