নজিবুল্লাহ একজন ভন্ড মাজার ব্যবসায়ী। তাকে শীঘ্রই আমাদের জাতীয় সংসদ থেকে বহিস্কার করা হোক।
মাজার পূজারী ভন্ড নজিবুল বশর মাইজভান্ডারি একজন প্রতারক। আমি যতটুকু বুঝেছি, এরা ইসলামকে শেষ করে দেওয়ার মিশনে নেমেছে। বাহিরের লেবাসে দেখতে একজন আলেমের মত মনে হয়, কিন্তু ভিতরে কি পরিমাণ ইসলাম বিরোধী মন গড়া জঘন্য কারবার চলে দেখলে গা শিউরে উটে। তাদের উদ্ভট তরিকা, অনৈসলামিক কর্মকাণ্ড দিনের পর দিন বর্ণনা করে শেষ করা যাবেনা। আজহারী বিরুদ্ধে নজিবুলের এই মন গড়া অভিযোগের কারণ হচ্ছে, মিজানুর রহমান আজহারী সাহেব এই সমস্ত ভন্ডদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য হেদায়েত এর বানি প্রচার করছিলেন। যাহা এই সমস্ত ভন্ড মাজার পূজারীদের সার্থে আঘাত হানিতেছিলসে একজন মাজার পূজারী। মহান আল্লাহ একমাত্র শেরক ছাড়া সব গুনাহ তিনি চাইলে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
ইসলাম সত্য। ইসলাম সুন্দর ও সাব'জনীন। কুরআন ও হাদীস ইসলামের মূল ভিত্তি। মাজারে সিজদা গান বাজনা ইসলামে নিষিদ্ধ। তাই সত্যের পথে অসত্যের পক্ষ থেকে বাধা আসবে, এটাই স্বাভাবিক। তবে শেষ পয'ন্ত সত্যের জয় হবেই। ইনশাআল্লাহ।
আজহারী কোন ধারায় অপরাধ করেছে যে তাকে গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ভন্ড ভান্ডারী মাজার পুজারী সংসদে বক্তব্য দেয় ? নবীজী সম্বন্ধ্যে আজহারী যে বক্তব্য দিয়েছে তার ব্যাখ্যা কি দেয় নাই, নজিবুল ভান্ডারী তোমার সাথী মমতাজ বেগম যখন ওয়াজ মাহফিল নিয়ে কথা বলে তখন তোমার মুখে কি কুলুপ আটকানো ছিল ? ইনু, মেনন যখন ধর্মকে নিয়ে সরাসরি নাস্তিক্যবাদ প্রচার করে তখন তোমার কানে বজ্রপাত হয়েছিল যে শুনতে পাওনি। তোমাদের মতো ভান্ডারীকে গ্যান্ডারী দিয়ে পিটিয়েে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত।
নজিবুল বশর একজন কবর পূজারী, মাজার ব্যাবসায়ী, বিদাত প্রচারক
কেও কেও আজহারিকে ইসলাম থেকে খারিজ করে দিতে চাইছেন ! তারা কি ইসলাম'কে লিজ নিয়ে বসে আছেন। গন্ড-মূর্খ,মাজার পূজারীর দল যুগে যুগে ছিল এবং আছে ! সংসদ থেকে যাত্রা পালার নর্তকী,মাজার পূজারী ও মূর্খদের উচ্ছেদ করা হোক !
সে একজন মাজার পূজারী। মহান আল্লাহ একমাত্র শেরক ছাড়া সব গুনাহ তিনি চাইলে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
মাজার পূঁজারীরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করা সকল মুসলমানের কর্তব্য। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।
মাননীয়া প্রধানমন্ত্রীকে অনুরোধ করব ভন্ড মাজার পুজারী নজিবুলকে পবিত্র সংসদ থেকে বের করে দেয়ার জন্য, ওকে জুতা পিঠা করে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে
এই সব ভন্ড মাজারপূজারীদের বাংলার মাটি থেকে নিশ্চিন্ন করে দেয়া সময়ের দাবি ।
Najibul bashor is carona virus in bangladesh
মহান সংসদে দাঁড়িয়ে জাতির সামনে মিথ্যা তথ্য উপস্থাপনের দায়ে নজিবুল বশরকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
লক্ষ লক্ষ হতাশাগ্রস্ত যুবক-যুবতী আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই যখন কোরআনের সহজ তাফসিরে ইসলামের দিকে ঝুঁকে ইসলামকে বুঝে নামাজী হয়ে নিজেদের আখলাককে তাকওয়াপূর্ণ করে নিচ্ছিলো তখন হক্কানী(?) আলেম(?) নামের একদল উচ্ছিষ্টভোগী এবং নাস্তিক/নর্তকী/মাজারপূজারীদের সুরে সুর মিলিয়ে মিজানুর রহমান আজহারীকে এদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে! আসলে আমরা গুনীজনের কদর করি না। কেউ সামনে এগিয়ে গেলে তাকে পেছনে টেনে ধরি। আল্লাহ পাক আমাদের এ জাতিকে হেদায়াত দান করুন। মাওলানা মিজানুর রহমান আজহারী এ দেশের সম্পদ। তাকে সঠিক ব্যবহার করতে পারলে এদেশ ও জাতি উপকৃত হবে।...আশা করি ইনশা আল্লাহ্ তিনি আবারো ফিরবেন।
তুমি একটা বন্ড প্রতারক, ইসলামিক নাম নিয়ে , ইসলামের বারটা বাজাচ্ছ , সয়তান এ তোমাদের দেখে হাঁসে।
নজিবুল বশর মাজারের শরিয়ত বিরোধী কার্যকলাপ বন্ধ করেনা। এটাই অপরাধ। কিন্তু আজহারী আল্লাহর রাসূলের শানে বেয়াদবী করে, সাহাবার শানে বেয়াদবী করে , উম্মুল মুমেনিন খাদিজা (রাঃ) এর শানে বেয়াদবী করে ।সে কাফের হয়ে গেছে। ইসলাম থেকে খারেজ হয়ে গেছে।
I think he is a mental person.
age nije valo hon tarpor onno k bolen
মাজার পূজারী ভন্ড নজিবুল বশর মাইজভান্ডারি একজন প্রতারক। আমি মাইজভান্ডার এর খুব নিকটে থেকে যতটুকু নিজ চোকে দেখে বুঝেছি, এরা ইসলামকে শেষ করে দেওয়ার মিশনে নেমেছে। বাহিরের লেবাসে দেখতে একজন আলেমের মত মনে হয়, কিন্তু ভিতরে কি পরিমাণ ইসলাম বিরোধী মন গড়া জঘন্য কারবার চলে দেখলে গা শিউরে উটে। তাদের উদ্ভট তরিকা, অনৈসলামিক কর্মকাণ্ড দিনের পর দিন বর্ণনা করে শেষ করা যাবেনা। আজহারী বিরুদ্ধে নজিবুলের এই মন গড়া অভিযোগের কারণ হচ্ছে, মিজানুর রহমান আজহারী সাহেব এই সমস্ত ভন্ডদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য হেদায়েত এর বানি প্রচার করছিলেন। যাহা এই সমস্ত ভন্ড মাজার পূজারীদের সার্থে আঘাত হানিতেছিলসে একজন মাজার পূজারী। মহান আল্লাহ একমাত্র শেরক ছাড়া সব গুনাহ তিনি চাইলে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
সে একজন মাজার পূজারী। মহান আল্লাহ একমাত্র শেরক ছাড়া সব গুনাহ তিনি চাইলে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
নজীবুল বশর ভন্ড,মাজার পূজারী।
এই ভান্ডারি একজন প্রতিষ্ঠিত ভন্ড, মাজার ব্যবসায়ী। সুতরাং কোন ব্যবসায়ী চাইবেনা ক্ষমতা থাকতে নিজের ব্যবসা লাটে উঠুক।
Vandari thinks that worshipping the grave is his religion as it gives him huge revenue.On the other hand political power shall make him immortal.
একজন মুশরিক কথা বলছে তৌহীদ পন্থির বিরুদ্ধে।
সে একজন মাজার পূজারী। মহান আল্লাহ একমাত্র শেরক ছাড়া সব গুনাহ তিনি চাইলে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
নজিবুল বশরের মতো এই ধরনের মিথ্যাবাদীকে কি করা উচিৎ ??
Huzur Ke Allah Hedayet
সে এক জন মাজার পুজারী সে আবার এক জন কোরআন সুন্নার আলিমের সম্মান বুজবে কি করে ,তবে গালি গালাজ করে নয় জেই সব নাস্তিক বাহিনী তাদের সবাই কে আল্লাহ যেনো তাদের কপালে হিদায়ত থাকলে দিক ,আর আলিমদের উচিৎ সটিক কোরআন সুন্নাহ মোতাবেক বুজানো ?
নজিবুল বশর একজন কবর পূজারী, মাজার ব্যাবসায়ী, বিদাত প্রচারক
Yaa Allahu help us, protect us from bedaat and sheerk. Aameen.
তিনি হলেন মমতাজ/সরিয়ত বয়াতীদের সংগি। সুতরাং তিনি হক্কানি আলেমদের বিরুদ্ধে বলবেন না তো কে বলবেন!
মাজার ও মাজার পূজারী তথাকথিত মুরিদানদের চাঁদাবাজি ছাড়া মুজিবুল বাসার মাইজভান্ডারীদের আর কোন ইনকাম আছে বলে আমার জানা নেই ! এখন ভন্ডদের ভান্ড শেষ হতে চলেছে তাই, তাদের গাত্রদাহ শুরু হয়েছে! সময় হয়েছে পোশাকি ভিক্ষুকদের বিরুদ্ধে প্রতিবাদ ও গণসচেনতা অব্যাহত রাখা !
এই ধরনের মাজার পুজারীদের গালিগালাজ করে নয়, কোরান ও সুন্নাহ্ আলোকে সমাজচ্যুত করতে হবে।
মাইজবানডারিকে গনধুলাই দিয়ে ক্রসফায়ার করা উচিত ।
কবর পূজা বন্ধ হলে নজিবুলদের হালুয়া রুটি বন্ধ হবে। তাই ____।
vondo
একজন ভন্ড মাজার পুজারী কিভাবে একজন আলেমের বিরূদ্ধে সংসদে মন্তব্য করে , যার ইসলামের বিষয়ে নূন্যতম জ্ঞান নেই , নজিবুল বশর একজন ভন্ড মাজার পুজারী ।
রাসুলের (সাং) তরীকা বাদ দিয়ে মাজার ব্যবসাকারীরাই রসুলের (সাঃ) দুশমন হবার হকদার ৷ কোরান/হাদিসে কোথাও আছে কবরের উপর গম্বুজ সহ ঘর বানিয়ে পূজা করতে হবে বরং আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন সকল উঁচু কবর মাঠির সাথে বরাবর করতে হবে ৷ রাসুলের (সাঃ)আদেশ অমান্যকারী এই নজীবুল বশর ভন্ডরাইতো আসল ইসলাম ধর্মের দুশমন ও শিয়াদের দোসর l রাসুল (সা) যে নিরক্ষর ছিলেন সেটাতো কোরানেই আছে ৷ কোরানের আয়াত অস্বীকারকারীতো কাফের ৷ রাসুলের(সাঃ) যদি অক্ষর জ্ঞান থাকত তিনিই নাযিলকৃত ওহী লিখতেন এবং লিখিত ওহী পড়তেন কিন্তু তিনি (সাঃ) তা অন্য কাউকে দিয়ে করিয়েছেন ৷ পক্ষান্তরে রাসুল (সাঃ) যদি পড়ালেখা জানতেন তাহলে কাফেরেরা তোহমোদ দিত যে তিনি (সা) নিজেই লিখে ওহী বলে প্রচার করেছেন ৷ আসলে এখানে আল্লাহরই হিকমত ছিল একজন নিরক্ষর মানুষকেই সৃষ্টির সেরা মানুষ এবং শেষ নবী হিসেবে গড়া তোলা আক্ষরিক অর্থে রাসুল (সাঃ) নিরক্ষর হলেও তিনি (সা) সৃষ্টির সর্বোত্তম জ্ঞানী এবং আমাদের প্রাণপ্রিয় রাসুল (সাঃ) ৷ ভন্ড মাজার পূজারী মুশরকেরা কোরান হাদিস বাদ দিয়ে রাসুল (সাঃ) কে নিয়ে অতি বারাবারি করে রাসুলের (সা) সম্মানহানী করেছেন এবং নিজকে আশেকে রাসুল নাম দিয়েছেন ৷ আসলে এসব কবর সেবক ভন্ডরা রাসুলের (সা:) / ইসলামের সঠিক মানহাজের বিরোধী ৷ এরা নিজেদের আহলে সুন্নাত বলে আসলে এরা আহলে শয়তান ৷
আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম’।
মাজার/কবর পূজারী দের আজ গাত্রদাহ শুরু হয়েছে,মানুষ যত শিক্ষিত হবে ততই এদের "শির্ক" বানিজ্য বন্দ্ব হয়ে যাবে।তাই এরা কারো কারো শাস্তি দাবী করবেই,এটাই স্বাভাবিক।এদের সাথে আছে বাম-রাম রা,আমাদের প্রকৃত ইসলাম জানার জন্য আরও পড়াশোনা ও শিক্ষিত হতে হবে।
নজিবুল বশর একজন ভন্ড। সে ইসলামের কি বুঝবে। আযহারীর যে ইসলামী জ্ঞান আছে তার সরিষার দানার মত জ্ঞানও নজিবুল বশর এর নেই। নজিবুল বশর এর ফাসী চাই।
বাটপার বশর।
মাজার পূজারী ভন্ড নজিবুল বশর মাইজভান্ডারি একজন প্রতারক। আমি মাইজভান্ডার এর খুব নিকটে থেকে যতটুকু নিজ চোকে দেখে বুঝেছি, এরা ইসলামকে শেষ করে দেওয়ার মিশনে নেমেছে। বাহিরের লেবাসে দেখতে একজন আলেমের মত মনে হয়, কিন্তু ভিতরে কি পরিমাণ ইসলাম বিরোধী মন গড়া জঘন্য কারবার চলে দেখলে গা শিউরে উটে। তাদের উদ্ভট তরিকা, অনৈসলামিক কর্মকাণ্ড দিনের পর দিন বর্ণনা করে শেষ করা যাবেনা। আজহারী বিরুদ্ধে নজিবুলের এই মন গড়া অভিযোগের কারণ হচ্ছে, মিজানুর রহমান আজহারী সাহেব এই সমস্ত ভন্ডদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য হেদায়েত এর বানি প্রচার করছিলেন। যাহা এই সমস্ত ভন্ড মাজার পূজারীদের সার্থে আঘাত হানিতেছিল।
মাজার/কবর পূজারী দের আজ গাত্রদাহ শুরু হয়েছে,মানুষ যত শিক্ষিত হবে ততই এদের "শির্ক" বানিজ্য বন্দ্ব হয়ে যাবে।তাই এরা কারো কারো শাস্তি দাবী করবেই,এটাই স্বাভাবিক।এদের সাথে আছে বাম-রাম রা,আমাদের প্রকৃত ইসলাম জানার জন্য আরও পড়াশোনা ও শিক্ষিত হতে হবে।
ore batpar! majar pujari bole ki ?
বুঝা যাচ্ছে ধর্মীয় কুলাঙ্গারের সংখ্যা বাড়তেছে l জনাব ভান্ডারী, ভান্ডারী গানের সাথে গাঁজা খেয়ে নেংটা নাচ, এটা কি মুসলমানের তরিকা?
A sob gondo morkho vandarir faswi age houa usit
এদের মুখে থুতু থুতু ফেলতে মারতে করে।
ওরে বাটপার... ওরে বাটপার
নজিবুল বশর একজন কবর পূজারী, মাজার ব্যাবসায়ী, বিদাত প্রচারক
আমরা বাঙ্গালী পারি বটে!!!
This people is really rubbish
নাজমুল হুদা
১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৬:২৮নজিবুল্লাহ একজন ভন্ড মাজার ব্যবসায়ী। তাকে শীঘ্রই আমাদের জাতীয় সংসদ থেকে বহিস্কার করা হোক।