হে আল্লাহ উনাকে আপনি জান্নাত দিয়েন
পাবনা শহর থেকে তিনি ৫ বার এমপি হয়েছেন। তিনি কোন মিডনাইট ভোটে এমপি হননি। পাবনা শহরের্র মানুষ স্বাক্ষী তিনি কোন রকম মানবতাবাদী অপরাধ করেন নাই। তারা ঢাকায় বসে গায়েবী স্বাক্ষী বানিয়ে উনাকে শাস্তি দিয়েছেন । তিনি মজলুম। আল্লাহ উনাকে শহীদ হিসাবে কবুল করুন । আমিন
যে এলাকায় মৃত্যু দন্ডের মতো অপরাধ করলেন, সেই এলাকার মানুষ আবার তাহাকে ৫বার সাংসদ সদস্য বানালো।হায়রে ন্যায় বিচার।
হে আল্লাহ, মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা করে দিন। আমিন।
tuhin
১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১:১৩বিচার দিনের মালিকের কাছে তার মকবুল বান্দার প্রত্যাবর্তন।