× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কাশ্মীর ইস্যুতে এরদোগানের কড়া সমালোচনা ভারতের

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ১৫, ২০২০, শনিবার, ১:১৬ পূর্বাহ্ন

জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানকে সমর্থন দেয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের কড়া সমালোচনা করেছে ভারত। তারা তুরস্ককে সাফ জানিয়ে দিয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। এ সময় জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট মন্তব্য করেন এবং তুরস্ক-পাকিস্তান যৌথ বিবৃতি দেয়। এর জবাবে জম্মু ও কাশ্মীর নিয়ে সব ‘রেফারেন্স’ প্রত্যাখ্যান করেছে। বলেছে, জম্মু ও কাশ্মীর ভারতের অখন্ড ও অবিচ্ছেদ্য অংশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, আমরা তুরস্কের নেতৃত্বের প্রতি আহ্বান জানাই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে এবং প্রকৃত সত্য সম্পর্কে যথাযথ সত্য অনুধাবন করতে। এর মধ্যে রয়েছে ভারত ও এ অঞ্চলে পাকিস্তান থেকে ছড়িয়ে পড়া সন্ত্রাসের ভয়াবহ হুমকি।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে কাশ্মীর ইস্যু তুলে ধরেন এরদোগান। জাতিসংঘে দেয়া তার বক্তব্যের জবাবে ভারত বলেছিল, কাশ্মীর ইস্যু নিয়ে তুরস্কের বিবৃতির গভীর নিন্দা জানায় ভারত। তারা এই ইস্যুকে তাদের আভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর